Ajker Patrika

বাড়িতে ঢুকে ছাত্রলীগ নেতাকে গুলি করে হত্যা 

রাজবাড়ী প্রতিনিধি
আপডেট : ২৪ এপ্রিল ২০২৩, ১০: ১১
বাড়িতে ঢুকে ছাত্রলীগ নেতাকে গুলি করে হত্যা 

রাজবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে বরাট ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শেখ সুমন সবুজ (২৮) নিহত হয়েছেন। রোববার (২৩ এপ্রিল) রাত ১০টার দিকে সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা এলাকার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। 

নিহত সবুজ একই এলাকার সামছুল আলম বাবুর ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন সজীব (২৭) নামের আরেক যুবক। তিনি একই এলাকার সোনাই সরদারের ছেলে। সজীব ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। 

জানা যায়, ছাত্রলীগ নেতা শেখ সুমন সবুজ রাত ১০টার দিকে কয়েকজন সহযোগী নিয়ে ঘরে ব্যবসার হিসাবনিকাশ করছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাঁর ঘরের জানালা দিয়ে গুলি করে পালিয়ে যায়। এ সময় সবুজ ও সজীব গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যান পরিবারের লোকজন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সবুজ মারা যান। 

রাজবাড়ী পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিজেদের অভ্যন্তরীণ কোন্দলে এই হামলার ঘটনা ঘটেছে। এ বিষয়ে পুলিশ তদন্ত করছে। সেই সঙ্গে ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় স্বর্ণের কারিগরসহ দুই ব্যক্তি নিহত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত