Ajker Patrika

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন: জিকে শামীম ও তাঁর মায়ের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পিছিয়েছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন: জিকে শামীম ও তাঁর মায়ের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পিছিয়েছে

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় বিতর্কিত ঠিকাদার এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জিকে শামীম ও তাঁর মা আয়েশা আক্তারের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের তারিখ পিছিয়েছে। আজ বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৪–এর বিচারক সৈয়দ আরাফাত হোসেন তারিখ পিছিয়ে আগামী ১২ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন।

এ মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল আজ। কিন্তু কোনো সাক্ষী আদালতে না আসায় দুদক সময়ের আবেদন করে। শুনানি শেষে আদালত সময়ের আবেদন মঞ্জুর করে সাক্ষ্যগ্রহণের নতুন দিন ধার্য করেন। 

জানা গেছে, ২০১৯ সালের ২১ অক্টোবর দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ জিকে শামীম ও তাঁর মা আয়েশা আক্তারের বিরুদ্ধে ২৯৭ কোটি ৮ লাখ ৯৯ হাজার টাকার অবৈধ সম্পদের অভিযোগ এনে দুদকের উপপরিচালক মো. সালাহউদ্দিন বাদী হয়ে মামলাটি করেন। 

তদন্ত শেষে ২০২০ সালের ২২ ডিসেম্বর দুদক আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। ২০২২ সালের ১৮ অক্টোবর একই বিচারক আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত