Ajker Patrika

বিছানায় যুবকের গলাকাটা অর্ধগলিত মরদেহ, পলাতক ‘স্ত্রী’

সাভার (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ০১ আগস্ট ২০২২, ২০: ১০
বিছানায় যুবকের গলাকাটা অর্ধগলিত মরদেহ, পলাতক ‘স্ত্রী’

ঢাকা সাভারের আশুলিয়ায় একটি বাড়ি থেকে আলী নূর বিশ্বাস (২৫) নামে এক যুবকের গলাকাটা অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে আশুলিয়া থানা-পুলিশ। নিহত ব্যক্তির ‘কথিত স্ত্রী’ নিজে যুবকের অবস্থান জানিয়ে পালিয়ে যান। এদিকে কথিত স্ত্রী এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে অভিযোগ পরিবারের। 

আজ সোমবার বিকেলে আশুলিয়ার জিরাব বাসস্ট্যান্ডের কাছে দেলোয়ার হোসেনের বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের পাশাপাশি ঘটনাস্থল পরিদর্শন করেছে র‍্যাব, পিবিআইয়ের একাধিক দল। 

নিহত যুবক মাগুরা জেলার শ্রীপুর থানার হোগলডাঙ্গা গ্রামের বাহাদুর বিশ্বাসের ছেলে। গত বৃহস্পতিবার রাতে স্বামী-স্ত্রী পরিচয়ে ওই বাসায় ভাড়া ওঠেন আলী নূর ও তাঁর স্ত্রী। স্ত্রীর কোনো পরিচয় পাওয়া যায়নি। 

গতকাল রোববার বিকেলে নিহত ব্যক্তির দুলাভাই জাকিরের মোবাইল ফোনে আলী নূরের নম্বর থেকে কল দেন এক নারী। জাকির বলেন, ‘আমাকে ওই মহিলা বলেন আলী নূরকে এক রুমে তালা দিয়ে রাখছি। আপনারা এসে ওকে নিয়ে যান। পরে বাসার ঠিকানা দেয় ওই মহিলা। আমি আজ সকালে আসছি। এসে ওই নম্বরে কল দিয়েছি, তখন আমাকে গালি দিয়ে ফোন কেটে দেয় সে। পরে আমি এলাকাবাসীর সহায়তায় বাড়ি খুঁজে বের করি। এসে দেখি আমার শ্যালকের মৃতদেহ।’ 
 
জাকির আরও বলেন, ‘গত কোরবানির ঈদের ছুটিতে ১৪ জুলাই রাতে আলী নূরের পারিবারিকভাবে বিয়ে হয়। ওই স্ত্রীকে বাড়িতে রেখেই বিয়ের তিন দিন পর ঢাকায় ফিরে আসে আলী নূর। আমরা বিয়ের আগে আলী নূরকে জিজ্ঞেস করেছিলাম তাঁর কোনো পছন্দের মেয়ে আছে কিনা। আলী নূরের সম্মতিতেই তাঁর বিয়ে হয়েছে।’ 

বাড়িওয়ালা দেলোয়ার হোসেন বলেন, ‘বৃহস্পতিবার রাতে তারা স্বামী-স্ত্রী পরিচয়ে ঘর ভাড়া নিছে। এখনো তাদের জাতীয় পরিচয়পত্র বা কোনো তথ্য নেওয়া হয়নি। শুক্রবার তারা ঘর ধোয়ামোছা করেছে। শনিবার দিন আলী নূরকে আমি রিকশা চালাতে দেখেছি। আজকে যখন তার বাড়ির লোকজন তাকে খুঁজতে এসেছে তখন আমি এ ঘটনা জানতে পারি।’ 

স্থানীয় ইয়ারপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবুল হোসেন বলেন, ‘এলাকাবাসীর কাছ থেকে শুনে আমি এখানে এসেছি। এসে দেখি অনেক ভিড়। পুলিশ আসছে। এটি অত্যন্ত ন্যক্কারজনক ঘটনা। আমি দোষীদের গ্রেপ্তার করে দ্রুত শাস্তির দাবি জানাই।’ 

আশুলিয়া থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) ইউনূস আলী বলেন, ‘মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। নিহত ব্যক্তির শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ওই ঘর থেকে একটি রক্তমাখা বঁটি জব্দ করা হয়েছে। নিহতের পরিবার এসেছে, তারা লিখিত অভিযোগ দায়ের করবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মালয়েশিয়ায় স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ১৪ হাজার টাকা

বিএসএফের হাতে আটক বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিচয় মিলেছে

অমীমাংসিত বিষয় সমাধানে পাকিস্তানের দাবি নাকচ করল সরকার

১৫ বছর যাদের জন্য লড়াই করলাম, তারা এখন আমাকে ধাক্কা দেয়: রুমিন ফারহানা

রাজশাহীতে বরখাস্ত হওয়া এসআইকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত