Ajker Patrika

সবুজবাগে ট্রাক থেকে নামিয়ে চালকের পায়ে গুলি

ঢামেক প্রতিবেদক
আপডেট : ১০ মার্চ ২০২৪, ১৫: ৪৬
সবুজবাগে ট্রাক থেকে নামিয়ে চালকের পায়ে গুলি

রাজধানীর সবুজবাগ-আমুলিয়া রোডের বাইকদিয়া এলাকায় দুর্বৃত্তদের গুলিতে এক ট্রাকচালক আহত হয়েছেন। তাঁর নাম মো. আলম (৪৮)। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

আজ রোববার ভোরের দিকে সবুজবাগ আমুলিয়া রোড বাইকদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। 

গুলিবিদ্ধ মো. আলম বলেন, তাঁরা বেশ কয়েক দিন ধরে মালিবাগ থেকে বাইকদিয়ায় মাটি ফেলার কাজ করছেন। প্রতিদিনের মতো আজ ভোরে ট্রাকে মাটি ভরাট করে বাইকদিয়া এলাকায় যান। সেখানে পৌঁছামাত্র ৮-১০ জন দুর্বৃত্ত ইট-পাটকেল নিক্ষেপ করে প্রথমে ট্রাকের গ্লাস ভাঙচুর করে। এরপর আলমকে মারধর করে এবং ট্রাক থেকে নামিয়ে তাঁর ডান পায়ে হাঁটুর নিচে পিস্তল ঠেকিয়ে গুলি করে। 

ঘটনার সময় ট্রাকমালিক গোলাম ফারুক সঙ্গে ছিলেন। তাঁকে লক্ষ্য করেও গুলি করা হয়েছিল, তবে তাঁর শরীরে লাগেনি। আহত ট্রাকচালক আলম পরিবার নিয়ে খিলগাঁও নন্দীপাড়া এলাকায় থাকেন। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, গুলিবিদ্ধ আলম হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গুলি তাঁর ডান পায়ের হাঁটুর নিচে বিদ্ধ হয়েছে। তবে তাঁর অবস্থা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

কোটি টাকা ‘ভর্তুকি’র জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ যা পেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত