Ajker Patrika

আটক স্বামী ও ড্রাইভারকে নিয়ে অভিযানে পুলিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ জানুয়ারি ২০২২, ১৫: ০১
আটক স্বামী ও ড্রাইভারকে নিয়ে অভিযানে পুলিশ

চলচ্চিত্র অভিনেত্রী রাইমা ইসলাম শিমু হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তাঁর স্বামী সাখাওয়াত আলী নোবেল ও গাড়িচালক ফরহাদকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় তাঁদের কাছ থেকে একটি ‘রক্তমাখা প্রাইভেট কার’ উদ্ধার করা হয়েছে। 

অভিনেত্রী শিমুর বস্তাবন্দী মরদেহ উদ্ধারের ঘটনায় রহস্য উন্মোচনে তাঁদের জেরার পর একাধিক জায়গায় যৌথ অভিযান চালিয়েছে র‍্যাব ও পুলিশ। আজ মঙ্গলবার সকালে কেরানীগঞ্জ মডেল থানার একাধিক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে মরদেহ উদ্ধারের আগের দিন কলাবাগান থানায় সাখাওয়াত আলী নোবেল একটি নিখোঁজ জিডি করেছিলেন। 

জানতে চাইলে কলাবাগান থানার উপপরিদর্শক মো. বিপ্লব হাসান বলেন, রাইমা ইসলাম শিমুর স্বামী রোববার দিবাগত রাতে সাধারণ ডায়েরি করেন। ওই ডায়েরিতে তিনি উল্লেখ করেন—গত রোববার সকাল ১০টার দিকে রাইমা কাউকে কিছু না জানিয়ে ঘর থেকে বের হন। এর পর থেকে আর তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। সোমবার রাইমার বস্তাবন্দী মরদেহ উদ্ধার হয়। 

এদিকে এফডিসি থেকে ভোটাধিকার হারানো শতাধিক শিল্পীর মধ্যে রাইমা ইসলাম শিমুও ছিলেন। এ নিয়ে তিনি একাধিকবার জায়েদ খানের সঙ্গে বিবাদে জড়িয়েছেন। সোমবার রাতে শিমুর মরদেহ উদ্ধারের পর সমিতির পদ হারানো একাধিক শিল্পী এই হত্যাকাণ্ডের পেছনে জায়েদ খানের হাত থাকতে পারে বলে ইঙ্গিত দিয়ে গণমাধ্যমে অভিযোগ করেছেন। 

যদিও রাইমা ইসলাম শিমুর বোন ফাতিমা নিশা বলেছেন, এখনো হত্যার কারণ সম্পর্কে তাঁরা কিছু বুঝতে পারছেন না। তবে যারাই তাঁর বোনকে হত্যা করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চান। 

প্রসঙ্গত, গতকাল সোমবার দুপুরে ঢাকার কেরানীগঞ্জের হজরতপুর ব্রিজের কাছে আলিয়াপুর এলাকায় রাস্তার পাশ থেকে চলচ্চিত্র অভিনেত্রী রাইমা ইসলাম শিমুর মরদেহ বস্তায় ভরে ফেলে রাখা হয়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে খণ্ডিত অংশগুলো উদ্ধার করে পুলিশ। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে গিয়ে লাশটি শনাক্ত করেন শিমুর ভাই খোকন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সাংবাদিক বিভুরঞ্জন সরকারের খোঁজ মিলছে না

সশস্ত্র বাহিনীর সদস্যদের নতুন বেতন নির্ধারণে কমিটি

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

৫ দুর্বল ব্যাংক একীভূতকরণে অর্থায়ন নিয়ে শঙ্কা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত