নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ইভ্যালিসহ অন্যান্য ই-কমার্স প্রতিষ্ঠানগুলো বিভিন্ন মোটরসাইকেলের অফার দিয়ে যখন রমরমা ব্যবসা করছিলেন। তখন সেটা দেখেই এ ব্যবসায় আসেন ই-কমার্স প্রতিষ্ঠান ‘আকাশ নীল’। প্রতিটি মোটরসাইকেলে সর্বোচ্চ ৩০ শতাংশ পর্যন্ত মূল্য ছাড়ে ৯ হাজার অর্ডারও পেয়ে যান। কিন্তু সেগুলো শোধ না করে টাকা আত্মসাৎ করে দামি গাড়ি, ফ্ল্যাট, জায়গা জমি কেনেন। পরে গ্রাহকের চাপে মুখে দেশত্যাগের পরিকল্পনা করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান। র্যাব বলছে, পরিবার কেন্দ্রিক ব্যবসা করছিল এই ই-কমার্স প্রতিষ্ঠান। কোম্পানির শেয়ারগুলোও পরিবারের মধ্যে ভাগাভাগি করে রেখেছিলেন তাঁরা। গ্রেপ্তারের পর তিনি নিজেই জানিয়েছেন ৩২ কোটি টাকা পাবেন গ্রাহকেরা।
গ্রাহকদের কোটি কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা হওয়া ই-কমার্স প্রতিষ্ঠান ‘আকাশ নীলের’ প্রতারণার মূল হোতা ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান ও প্রতিষ্ঠানের পরিচালক ইফতেখারুজ্জামান রনিকে গতকাল ফরিদপুর ও রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। পরে আজ সোমবার কারওয়ান বাজার র্যাবের মিডিয়া সেন্টারে এ বিষয়ে সংবাদ সম্মেলন করে এসব কথা বলেন বাহিনীটির মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি বলেন, গত ১৮ মার্চ অর্থ আত্মসাতের অভিযোগে এক ভুক্তভোগী ই-কমার্স প্রতিষ্ঠান আকাশ নীলের এমডি এবং পরিচালকসহ মোট ৯ জনের বিরুদ্ধে শেরে বাংলা নগর থানায় একটি মামলা করেন। সেই মামলার ছায়া তদন্তে নেমে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁদের হেফাজত থেকে দুটি মোবাইল ফোন, দুটি ল্যাপটপ এবং একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়। মেলে ২২ মার্চ তারিখে দুবাইয়ে যাওয়ার টিকিটও।
র্যাবের এই কর্মকর্তা বলেন, আকাশ নীলের কারসাজির মূল হোতা মশিউর। তাঁর মাথায় অনলাইনে ই-কমার্স ব্যবসার চিন্তা আসে আমাজন, আলীবাবার মত অনলাইনে ব্যবসা দেখে। ২০১৯ সালে আকাশ নীল কোম্পানি নামে ওয়েবসাইট ও ফেসবুক পেজ তৈরি করে এবং ট্রেড লাইসেন্স নেয়। প্রথমে তাঁরা রাজধানীর কাঁঠালবাগান এলাকায় একটি অফিস চালু করে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এবং কৃষকদের কাছ থেকে শাকসবজি কিনে অনলাইনে হোম ডেলিভারি দেওয়ার ব্যবসা শুরু করে। পরবর্তীতে ইভ্যালিসহ অন্যান্য ই-কমার্স প্রতিষ্ঠানগুলো বিভিন্ন মোটরসাইকেলের অফার দিয়ে যখন রমরমা ব্যবসা শুরু করে তখন তিনি এই ধরনের ব্যবসা দেখে অনুপ্রাণিত হয়ে ২০২১ সালের জুন মাসে মোটরসাইকেলে বিভিন্ন অফার দিয়ে ফের ব্যবসা শুরু করেন।
আসামিদের বরাত দিয়ে র্যাব জানায়, তাঁরা প্রথম ক্যাম্পেইন করেছিল গত বছরে মে মাসে। যেখানে ৩০ শতাংশ ছাড়ে ২ মাসের মধ্যে ২ শতাধিক মোটরসাইকেলের অর্ডার পান। মোটরসাইকেলের পাশাপাশি সেই লোভনীয় ছাড়ে মোবাইল, ইলেকট্রনিকস পণ্য, গৃহস্থালির অন্যান্য পণ্যের অফার দেওয়া শুরু করে। গত সেপ্টেম্বর ইভ্যালিসহ অন্যান্য ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযানের ফলে গ্রাহকেরা তাঁদের প্রদানকৃত অর্থ ফেরত চাইতে থাকে। তখন গ্রাহকদের চাপে গত নভেম্বরে অফিস বন্ধ করে দিয়ে লাপাত্তা হয় তাঁরা।
ইভ্যালিসহ অন্যান্য ই-কমার্স প্রতিষ্ঠানগুলো বিভিন্ন মোটরসাইকেলের অফার দিয়ে যখন রমরমা ব্যবসা করছিলেন। তখন সেটা দেখেই এ ব্যবসায় আসেন ই-কমার্স প্রতিষ্ঠান ‘আকাশ নীল’। প্রতিটি মোটরসাইকেলে সর্বোচ্চ ৩০ শতাংশ পর্যন্ত মূল্য ছাড়ে ৯ হাজার অর্ডারও পেয়ে যান। কিন্তু সেগুলো শোধ না করে টাকা আত্মসাৎ করে দামি গাড়ি, ফ্ল্যাট, জায়গা জমি কেনেন। পরে গ্রাহকের চাপে মুখে দেশত্যাগের পরিকল্পনা করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান। র্যাব বলছে, পরিবার কেন্দ্রিক ব্যবসা করছিল এই ই-কমার্স প্রতিষ্ঠান। কোম্পানির শেয়ারগুলোও পরিবারের মধ্যে ভাগাভাগি করে রেখেছিলেন তাঁরা। গ্রেপ্তারের পর তিনি নিজেই জানিয়েছেন ৩২ কোটি টাকা পাবেন গ্রাহকেরা।
গ্রাহকদের কোটি কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা হওয়া ই-কমার্স প্রতিষ্ঠান ‘আকাশ নীলের’ প্রতারণার মূল হোতা ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান ও প্রতিষ্ঠানের পরিচালক ইফতেখারুজ্জামান রনিকে গতকাল ফরিদপুর ও রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। পরে আজ সোমবার কারওয়ান বাজার র্যাবের মিডিয়া সেন্টারে এ বিষয়ে সংবাদ সম্মেলন করে এসব কথা বলেন বাহিনীটির মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি বলেন, গত ১৮ মার্চ অর্থ আত্মসাতের অভিযোগে এক ভুক্তভোগী ই-কমার্স প্রতিষ্ঠান আকাশ নীলের এমডি এবং পরিচালকসহ মোট ৯ জনের বিরুদ্ধে শেরে বাংলা নগর থানায় একটি মামলা করেন। সেই মামলার ছায়া তদন্তে নেমে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁদের হেফাজত থেকে দুটি মোবাইল ফোন, দুটি ল্যাপটপ এবং একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়। মেলে ২২ মার্চ তারিখে দুবাইয়ে যাওয়ার টিকিটও।
র্যাবের এই কর্মকর্তা বলেন, আকাশ নীলের কারসাজির মূল হোতা মশিউর। তাঁর মাথায় অনলাইনে ই-কমার্স ব্যবসার চিন্তা আসে আমাজন, আলীবাবার মত অনলাইনে ব্যবসা দেখে। ২০১৯ সালে আকাশ নীল কোম্পানি নামে ওয়েবসাইট ও ফেসবুক পেজ তৈরি করে এবং ট্রেড লাইসেন্স নেয়। প্রথমে তাঁরা রাজধানীর কাঁঠালবাগান এলাকায় একটি অফিস চালু করে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এবং কৃষকদের কাছ থেকে শাকসবজি কিনে অনলাইনে হোম ডেলিভারি দেওয়ার ব্যবসা শুরু করে। পরবর্তীতে ইভ্যালিসহ অন্যান্য ই-কমার্স প্রতিষ্ঠানগুলো বিভিন্ন মোটরসাইকেলের অফার দিয়ে যখন রমরমা ব্যবসা শুরু করে তখন তিনি এই ধরনের ব্যবসা দেখে অনুপ্রাণিত হয়ে ২০২১ সালের জুন মাসে মোটরসাইকেলে বিভিন্ন অফার দিয়ে ফের ব্যবসা শুরু করেন।
আসামিদের বরাত দিয়ে র্যাব জানায়, তাঁরা প্রথম ক্যাম্পেইন করেছিল গত বছরে মে মাসে। যেখানে ৩০ শতাংশ ছাড়ে ২ মাসের মধ্যে ২ শতাধিক মোটরসাইকেলের অর্ডার পান। মোটরসাইকেলের পাশাপাশি সেই লোভনীয় ছাড়ে মোবাইল, ইলেকট্রনিকস পণ্য, গৃহস্থালির অন্যান্য পণ্যের অফার দেওয়া শুরু করে। গত সেপ্টেম্বর ইভ্যালিসহ অন্যান্য ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযানের ফলে গ্রাহকেরা তাঁদের প্রদানকৃত অর্থ ফেরত চাইতে থাকে। তখন গ্রাহকদের চাপে গত নভেম্বরে অফিস বন্ধ করে দিয়ে লাপাত্তা হয় তাঁরা।
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
১৩ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
১৬ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
১৭ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫