Ajker Patrika

উত্তরায় পুলিশ হেফাজতে রিমান্ডের আসামির মৃত্যু

প্রতিনিধি, উত্তরা
উত্তরায় পুলিশ হেফাজতে রিমান্ডের আসামির মৃত্যু

রাজধানীর উত্তরায় পুলিশ হেফাজতে মো. লিটন (৪৫) নামের একজন রিমান্ডের আসামির মৃত্যু হয়েছে। উত্তরা পূর্ব থানার হাজত থেকে সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে ওই আসামিকে ওই আসামিকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরবর্তীতে চিকিৎসার জন্য টঙ্গী শহীদ আহসান উল্লাহ্ মাস্টার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত ওই আসামি বগুড়া জেলার কাহালু উপজেলার পাল্লাপাড়া গ্রামের সোলেমান প্রামাণিকের ছেলে।

এ বিষয়ে বিমানবন্দর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) তাপস কুমার দাস আজকের পত্রিকাকে বলেন, `সোমবার দিবাগত রাতে লিটন কম্বল নিয়ে ঘুমিয়ে ছিল। পরবর্তীতে লম্বালম্বি ছিঁড়ে ভেন্টিলেটরের রডের সঙ্গে বেঁধে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। যা আমরা সিসি ক্যামেরা চেক করে দেখতে পেয়েছি। এখানে কারও কোন অবহেলা পাওয়া যায়নি।' 

তিনি আরও বলেন, এ ঘটনায় নিহত লিটনের মরদেহ টঙ্গী সরকারি হাসপাতালে রাখা হয়েছে। সেখানে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহের সুরতাল রিপোর্ট করা হবে। 

এ ঘটনায় কোন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কি না জানতে চাইলে এডিসি তাপস বলেন, একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। তাঁর মরদেহ সেখানেই ময়নাতদন্ত করা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত