Ajker Patrika

না.গঞ্জে রেস্তোরাঁয় ঢুকে গুলি: মারা গেলেন ম্যানেজার কাজল 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১০: ১১
না.গঞ্জে রেস্তোরাঁয় ঢুকে গুলি: মারা গেলেন ম্যানেজার কাজল 

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় ভবন মালিকের গুলিতে আহত রেস্তোরাঁ ম্যানেজার কাজল মিয়া (৫০) চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলে মারা গেছেন। সোমবার (৬ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টার দিকে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) তিনি মারা যান। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রোববার নারায়ণগঞ্জে গুলিবিদ্ধ কাজল মিয়া চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা গেছেন। ওই ব্যক্তি নাভির নিচে ও হাতে গুলিবিদ্ধ হয়েছিলেন। 

রোববার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় চাষাঢ়া বাগে জান্নাত মসজিদ সংলগ্ন ‘সুলতান ভাই কাচ্চি’ রেস্তোরাঁয় দোকান ভাড়া নিয়ে বিরোধের জেরে বাড়ির মালিক এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে কাজলসহ অন্তত তিনজন আহত হয়েছিলেন। এই ঘটনায় সোমবার একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামিরা হলেন আংগুরা শপিং কমপ্লেক্সের মালিক আজাহার তালুকদার (৬৮) এবং তাঁর ছেলে আরিফ তালুকদার মোহন (২৫)। উভয়কেই এই মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। 

রেস্তোরাঁর মালিক শুক্কুর আলী বলেন, ‘পানির বিল বাবদ ১০ লাখ টাকা চেয়ে আমাদের গালমন্দ করতে থাকেন আজাহার। আমরা প্রতিবাদ করে বলি—এই বিষয়ে তাঁর ভাইয়ের সঙ্গে কথা বলব। কিন্তু তিনি কথা না শুনে দৌড়ে পিস্তল আর বন্দুক এনে গুলি চালায়।’ 

মামলায় এজাহার সূত্রে জানা যায়, রেস্তোরাঁ মালিকের কাছে এসে পানির বিল বাবদ ১০ লাখ টাকা চান আজাহার। সেই টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি তর্কবিতর্ক করেন। একপর্যায়ে বাসা থেকে একটি পিস্তল ও একটি শটগান নিয়ে এসে শুক্কুর মিয়াকে খুঁজতে থাকেন। ভয়ে দূরে সরে যান শুক্কুর মিয়া। পরে তাঁকে না পেয়ে ফাঁকা গুলি করেন আজাহার ও তাঁর ছেলে। এ সময় রেস্তোরাঁর ম্যানেজার কাজল দৌড়ে পালাতে গেলে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়েন তাঁরা। এতে তাঁর পেটে গুলি লাগে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লতিফ সিদ্দিকী, ঢাবি অধ্যাপক কার্জনসহ ডিবি হেফাজতে ১৫ জন সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে লতিফ সিদ্দিকী অবরুদ্ধ, নেওয়া হলো পুলিশি হেফাজতে

আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, ঢাবি শিক্ষক কার্জনসহ ১১ জন ডিবি হেফাজতে

পুলিশের ওপর ৪ দফা হামলা, গাজীপুরের শীর্ষ সন্ত্রাসীকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

বড় ভাইসহ ডিবি হেফাজতে থাকা সবার সসম্মানে মুক্তি চাই: কাদের সিদ্দিকী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত