নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নারায়ণগঞ্জের চাষাঢ়ায় ভবন মালিকের গুলিতে আহত রেস্তোরাঁ ম্যানেজার কাজল মিয়া (৫০) চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলে মারা গেছেন। সোমবার (৬ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টার দিকে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) তিনি মারা যান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রোববার নারায়ণগঞ্জে গুলিবিদ্ধ কাজল মিয়া চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা গেছেন। ওই ব্যক্তি নাভির নিচে ও হাতে গুলিবিদ্ধ হয়েছিলেন।
রোববার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় চাষাঢ়া বাগে জান্নাত মসজিদ সংলগ্ন ‘সুলতান ভাই কাচ্চি’ রেস্তোরাঁয় দোকান ভাড়া নিয়ে বিরোধের জেরে বাড়ির মালিক এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে কাজলসহ অন্তত তিনজন আহত হয়েছিলেন। এই ঘটনায় সোমবার একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামিরা হলেন আংগুরা শপিং কমপ্লেক্সের মালিক আজাহার তালুকদার (৬৮) এবং তাঁর ছেলে আরিফ তালুকদার মোহন (২৫)। উভয়কেই এই মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
রেস্তোরাঁর মালিক শুক্কুর আলী বলেন, ‘পানির বিল বাবদ ১০ লাখ টাকা চেয়ে আমাদের গালমন্দ করতে থাকেন আজাহার। আমরা প্রতিবাদ করে বলি—এই বিষয়ে তাঁর ভাইয়ের সঙ্গে কথা বলব। কিন্তু তিনি কথা না শুনে দৌড়ে পিস্তল আর বন্দুক এনে গুলি চালায়।’
মামলায় এজাহার সূত্রে জানা যায়, রেস্তোরাঁ মালিকের কাছে এসে পানির বিল বাবদ ১০ লাখ টাকা চান আজাহার। সেই টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি তর্কবিতর্ক করেন। একপর্যায়ে বাসা থেকে একটি পিস্তল ও একটি শটগান নিয়ে এসে শুক্কুর মিয়াকে খুঁজতে থাকেন। ভয়ে দূরে সরে যান শুক্কুর মিয়া। পরে তাঁকে না পেয়ে ফাঁকা গুলি করেন আজাহার ও তাঁর ছেলে। এ সময় রেস্তোরাঁর ম্যানেজার কাজল দৌড়ে পালাতে গেলে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়েন তাঁরা। এতে তাঁর পেটে গুলি লাগে।
নারায়ণগঞ্জের চাষাঢ়ায় ভবন মালিকের গুলিতে আহত রেস্তোরাঁ ম্যানেজার কাজল মিয়া (৫০) চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলে মারা গেছেন। সোমবার (৬ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টার দিকে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) তিনি মারা যান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রোববার নারায়ণগঞ্জে গুলিবিদ্ধ কাজল মিয়া চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা গেছেন। ওই ব্যক্তি নাভির নিচে ও হাতে গুলিবিদ্ধ হয়েছিলেন।
রোববার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় চাষাঢ়া বাগে জান্নাত মসজিদ সংলগ্ন ‘সুলতান ভাই কাচ্চি’ রেস্তোরাঁয় দোকান ভাড়া নিয়ে বিরোধের জেরে বাড়ির মালিক এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে কাজলসহ অন্তত তিনজন আহত হয়েছিলেন। এই ঘটনায় সোমবার একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামিরা হলেন আংগুরা শপিং কমপ্লেক্সের মালিক আজাহার তালুকদার (৬৮) এবং তাঁর ছেলে আরিফ তালুকদার মোহন (২৫)। উভয়কেই এই মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
রেস্তোরাঁর মালিক শুক্কুর আলী বলেন, ‘পানির বিল বাবদ ১০ লাখ টাকা চেয়ে আমাদের গালমন্দ করতে থাকেন আজাহার। আমরা প্রতিবাদ করে বলি—এই বিষয়ে তাঁর ভাইয়ের সঙ্গে কথা বলব। কিন্তু তিনি কথা না শুনে দৌড়ে পিস্তল আর বন্দুক এনে গুলি চালায়।’
মামলায় এজাহার সূত্রে জানা যায়, রেস্তোরাঁ মালিকের কাছে এসে পানির বিল বাবদ ১০ লাখ টাকা চান আজাহার। সেই টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি তর্কবিতর্ক করেন। একপর্যায়ে বাসা থেকে একটি পিস্তল ও একটি শটগান নিয়ে এসে শুক্কুর মিয়াকে খুঁজতে থাকেন। ভয়ে দূরে সরে যান শুক্কুর মিয়া। পরে তাঁকে না পেয়ে ফাঁকা গুলি করেন আজাহার ও তাঁর ছেলে। এ সময় রেস্তোরাঁর ম্যানেজার কাজল দৌড়ে পালাতে গেলে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়েন তাঁরা। এতে তাঁর পেটে গুলি লাগে।
মুন্সিগঞ্জের গজারিয়ায় পুলিশ ক্যাম্পে ডাকাতদের হামলার ঘটনায় ডাকাত দলের প্রধান রিপনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) ঢাকা ও গাজীপুর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১৪ ঘণ্টা আগেনরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
২৪ জুলাই ২০২৫সবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
১৪ জুলাই ২০২৫এবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১২ জুলাই ২০২৫