Ajker Patrika

শ্রীপুরে যুবককে তুলে নিয়ে রাতভর নির্যাতন, পরে মৃত্যু

আপডেট : ২৩ এপ্রিল ২০২৪, ১৫: ৪৯
শ্রীপুরে যুবককে তুলে নিয়ে রাতভর নির্যাতন, পরে মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে রানা মিয়া (৩০) নামের এক যুবককে ডেকে নিয়ে রাতভর পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। স্বজনেরা বলছেন, নিহত যুবককে পরিকল্পিতভাবে পাশবিক নির্যাতন ও পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শনিবার (২৪ সেপ্টেম্বর) রাতে তাঁর মৃত্যু হয়। 

শনিবার (২৪ সেপ্টেম্বর) রাতে নিহত যুবকের স্বজনেরা অ্যাম্বুলেন্সে করে মরদেহ নিয়ে বিচারের দাবিতে থানায় এসেছে। 

জানা গেছে, নিহত যুবক রানা মিয়া উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা গ্রামের মো. আমিরুল ইসলামের ছেলে। তিনি রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতেন। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) রাতে ওই যুবককে ডেকে নেওয়া হয়। এরপর সারা রাত মারধর করা হয়। শনিবার (২৪ সেপ্টেম্বর) সকালে নিহত রানা মিয়ার বাবা আমিনুল ইসলাম উপজেলার মাওনা এলাকার বেদেপল্লির পাশে একটি নির্জন স্থানে সন্তানকে এলোপাতাড়ি মারধর করতে দেখে এগিয়ে যান। এ সময় অভিযুক্তরা নিহতের মা-বাবাকেও মারধর করে। এরপর স্থানীয়রা ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। 

অভিযুক্তরা হলেন শিপন মিয়া (২৫), আকাশ মিয়া (২২), উজ্বল মিয়া (২৫) ও ইমন (২৬)। 

ভুক্তভোগী নিহত যুবকের ভাই কবির হোসেন বলেন, ‘শুক্রবার রাতে মাওনা পিয়ার আলী কলেজের পেছনে রানাকে ভাঙারি দোকানের মালিক শিপন ডেকে নিয়ে যান। এরপর এলাকার কিছু উচ্ছৃঙ্খল যুবককে সঙ্গে নিয়ে তাঁর ওপর রাতভর নির্যাতন চালান শিপন ও তাঁর লোকজন। এই নির্যাতন সকাল পর্যন্ত চলে। এরপর বাবা-মা খবর পেয়ে এগিয়ে গেলে তাঁদের সামনেও রানাকে আঘাত করা হয়। বাধা দিতে গেলে ওরা বাবা-মাকেও মারধর করেন। এরপর নিহতের স্বজনদের কাছ থেকে সাদা স্টাম্পে স্বাক্ষর নিয়ে ছেড়ে দেন। এরপর ময়মনসিংহ থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।’ 

নিহতের বাবা আমিরুল ইসলাম বলেন, ‘আমার ছেলেকে তুলে নিয়ে দফায় দফায় নির্যাতন করে বুকের পাঁজর, দুই হাত, পা ভেঙে দেয়। আমার ছেলের শরীরের এক ইঞ্চি পরিমাণ জায়গা নেই যে ওই স্থানে আঘাত করেনি ওরা।’ 

অভিযুক্ত ভাঙারি ব্যবসায়ী শিপনের বক্তব্য নিতে বাড়িতে গিয়ে তাদের পাওয়া যায়নি। এ সময় শিপনের মা রোকেয়া আক্তার বলেন, ‘শিপন পালিয়ে যায়নি। সে ব্যবসায়িক কাজে বাইরে রয়েছে।’ 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘এ বিষয়ে হত্যার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তার করতে কাজ করছে পুলিশ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভিসা ছাড়া পাকিস্তান সফরের চুক্তি হতে পারে শিগগির

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

ঢাকা কলেজের বাস ভাঙচুর, আবারও শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড

সাদাপাথর লুট: ৫১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতা পেয়েছে দুদক

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত