Ajker Patrika

পরশুরামে দোকান কর্মচারীকে পিটিয়ে হত্যা, ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

পরশুরাম ও ফেনী প্রতিনিধি
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, ১৫: ২৫
পরশুরামে দোকান কর্মচারীকে পিটিয়ে হত্যা, ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

ফেনীর পরশুরামে শাহীন চৌধুরী নামের দোকান কর্মচারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে মির্জানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান ভুট্টোর বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার মির্জানগর ইউনিয়নের উত্তর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে পরশুরাম-সুবারবাজার সড়ক অবরোধ করে চেয়ারম্যানকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা। শুক্রবার বেলা ১১টার দিকে বিক্ষোভকারীরা পরশুরাম থানা ঘেরাও কর্মসূচি পালন করে আসামিদের গ্রেপ্তারের দাবি জানায়। 

নিহত শাহীন চৌধুরী একই এলাকার মৃত আবদুর রহমানের ছেলে। এ ঘটনায় মামলা করেছেন নিহতের স্ত্রী। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত শাহীন চৌধুরী পরশুরাম বাজারের বাবুল কন্ট্রাক্টরের রড-সিমেন্ট দোকানে কর্মরত ছিলেন। এর আগে বর্তমান চেয়ারম্যান ভুট্টোর ঘনিষ্ঠ সহযোগী হাশেম ওই দোকান থেকে ৭ লাখ টাকার মালামাল বাকিতে নিয়ে যান। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নিহত শাহীন চৌধুরী পাওনা টাকা ফেরত চাওয়ায় হাসেম ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যান নুরুজ্জামান ভুট্টোকে ঘটনাটি ফোনে জানান। এর পরই ভুট্টো চেয়ারম্যান তাঁর পরিষদের সদস্য ও যুবলীগের নেতা জাহিদ মেম্বার, ছাত্রলীগের নেতা ও চেয়ারম্যানের সহযোগী সোহাগ, শরীফসহ কয়েকজনকে নিয়ে ঘটনাস্থলে এসে শাহীন চৌধুরীকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করে গুরুতর আহত করেন। পরে স্থানীয়রা শাহীন চৌধুরীকে উদ্ধার করে পরশুরাম স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মহিউদ্দিন শাহীনকে মৃত ঘোষণা করেন। এই সংবাদে পুলিশ হাসপাতাল থেকে শাহীনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। 

পরশুরাম-সুবার বাজার সড়ক অবরোধ করে চেয়ারম্যানকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রাএ ঘটনায় নিহতের স্ত্রী ফিরোজা আক্তার বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ, ছয়জনকে এজাহারভুক্তসহ আরও সাত-আটজন অজ্ঞাতনামা ব্যক্তির নামে পরশুরাম থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটিতে আবুল হাশেমকে প্রধান আসামি, মির্জানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নুরুজ্জামান ভুট্টোকে ২ নম্বর আসামি এবং পরিষদের বর্তমান সদস্য জাহিদ হোসেনকে ৩ নম্বর আসামি করা হয়েছে। 

এ ঘটনায় ইতিমধ্যে পুলিশ চেয়ারম্যানের সহযোগী এনায়েত হোসেন আকাশ (২২), আবদুর রহিম (২৫), মো. আজিম, মো.আরিফ হোসেনসহ চারজনকে আটক করেছে। চেয়ারম্যান নুরুজ্জামান ভুট্টো ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।

এ বিষয়ে পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ হোসেন বলেন, ঘটনায় মামলা হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত সব আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

ভারত-বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত