নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর অনলাইন সম্মেলনের প্রচার প্রচারণার অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিসহ রাজধানীর বিভিন্ন এলাকায় পোস্টারিং করছিল। এ কাজে জড়িত চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
আজ সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিটিটিসির সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) (কনফিডেনশিয়াল) সাইদ নাসিরুল্লাহ।
এডিসি সাইদ নাসিরুল্লাহ জানান, নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর বিভিন্ন উপায়ে তাদের সংগঠনের কার্যক্রম পরিচালনা করে আসছে। গণতান্ত্রিক শাসনব্যবস্থা, বিচারব্যবস্থা এবং বর্তমানে পরিচালিত কোনো আইনই তারা মানে না। সংগঠনটির সদস্যরা অনলাইন মাধ্যম, বিভিন্ন এলাকায় অবস্থান ও পোস্টারিংয়ের মাধ্যমে বাংলাদেশের অখণ্ডতা, সংহতি, জননিরাপত্তা বিঘ্নিত করার জন্য উসকানিমূলক ও আক্রমণাত্মক বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে আসছে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিটিটিসি জানতে পারে, ১৮ মার্চ বাংলাদেশের অখণ্ডতা, সংহতি, জননিরাপত্তা বা সার্বভৌমত্বকে বিপন্ন করার নিমিত্তে উসকানিমূলক ও আক্রমণাত্মক বিভিন্ন কর্মকাণ্ড প্রচার করে একটি অনলাইন সম্মেলন করে বিভিন্ন প্রচার প্রচারণা চালায়। এর অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর, কার্জন হল, দোয়েল চত্বর, বংশাল থানার বিভিন্ন এলাকায় উসকানি ও উগ্রবাদী পোস্টারিংয়ের মাধ্যমে হিযবুত তাহরীর উপস্থিতি জানান দেওয়ার চেষ্টা করা হয়।
সিটিটিসির এই কর্মকর্তা আরও জানান, রাজধানীর বংশাল থানার আগামসিহ লেনের বাসায় অভিযান চালিয়ে রেজওয়ান পারভেজ (২৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে জঙ্গি কার্যক্রমে ব্যবহৃত একটি মোবাইল ও ল্যাপটপ জব্দ করা হয়। জব্দ করা মোবাইল ফোনে হিযবুত তাহরীরের সদস্যদের সঙ্গে যোগাযোগের জন্য ব্যবহৃত গোপন অ্যাপসও পাওয়া যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার রেজওয়ান ঘটনার দায় স্বীকার করে জানান, তিনি হিযবুত তাহরীরের সক্রিয় সদস্য এবং পোস্টারিংয়ের সঙ্গে জড়িত ছিলেন।
পরে রেজওয়ানের দেওয়া তথ্যের ভিত্তিতে লালবাগ থানার একটি বাসায় অভিযান চালিয়ে মেহেদী হাসান বিজয় (২২), নূরে আলম মো. সিহাব উদ্দিন (৩১) ও আবু আল জিন্নাতুলকে (২২) গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে বিভিন্ন ডিভাইস, হিযবুত তাহরীরের লিফলেট, পোস্টার ও বিভিন্ন বই জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে বেশ কয়েকজনের নাম জানিয়েছে। যারা নিয়মিত এই বাসায় আসা-যাওয়া করত ও সংগঠনের কাজে সহযোগিতা করত।
গ্রেপ্তার সদস্যরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তারা হিযবুত তাহরীরের নীতি, আদর্শ প্রচার করে আসছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে ১০ দিনের পুলিশ রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে সংগঠনটির অন্য সদস্যদের গ্রেপ্তারে কাজ করছে সিটিটিসি।
নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর অনলাইন সম্মেলনের প্রচার প্রচারণার অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিসহ রাজধানীর বিভিন্ন এলাকায় পোস্টারিং করছিল। এ কাজে জড়িত চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
আজ সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিটিটিসির সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) (কনফিডেনশিয়াল) সাইদ নাসিরুল্লাহ।
এডিসি সাইদ নাসিরুল্লাহ জানান, নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর বিভিন্ন উপায়ে তাদের সংগঠনের কার্যক্রম পরিচালনা করে আসছে। গণতান্ত্রিক শাসনব্যবস্থা, বিচারব্যবস্থা এবং বর্তমানে পরিচালিত কোনো আইনই তারা মানে না। সংগঠনটির সদস্যরা অনলাইন মাধ্যম, বিভিন্ন এলাকায় অবস্থান ও পোস্টারিংয়ের মাধ্যমে বাংলাদেশের অখণ্ডতা, সংহতি, জননিরাপত্তা বিঘ্নিত করার জন্য উসকানিমূলক ও আক্রমণাত্মক বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে আসছে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিটিটিসি জানতে পারে, ১৮ মার্চ বাংলাদেশের অখণ্ডতা, সংহতি, জননিরাপত্তা বা সার্বভৌমত্বকে বিপন্ন করার নিমিত্তে উসকানিমূলক ও আক্রমণাত্মক বিভিন্ন কর্মকাণ্ড প্রচার করে একটি অনলাইন সম্মেলন করে বিভিন্ন প্রচার প্রচারণা চালায়। এর অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর, কার্জন হল, দোয়েল চত্বর, বংশাল থানার বিভিন্ন এলাকায় উসকানি ও উগ্রবাদী পোস্টারিংয়ের মাধ্যমে হিযবুত তাহরীর উপস্থিতি জানান দেওয়ার চেষ্টা করা হয়।
সিটিটিসির এই কর্মকর্তা আরও জানান, রাজধানীর বংশাল থানার আগামসিহ লেনের বাসায় অভিযান চালিয়ে রেজওয়ান পারভেজ (২৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে জঙ্গি কার্যক্রমে ব্যবহৃত একটি মোবাইল ও ল্যাপটপ জব্দ করা হয়। জব্দ করা মোবাইল ফোনে হিযবুত তাহরীরের সদস্যদের সঙ্গে যোগাযোগের জন্য ব্যবহৃত গোপন অ্যাপসও পাওয়া যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার রেজওয়ান ঘটনার দায় স্বীকার করে জানান, তিনি হিযবুত তাহরীরের সক্রিয় সদস্য এবং পোস্টারিংয়ের সঙ্গে জড়িত ছিলেন।
পরে রেজওয়ানের দেওয়া তথ্যের ভিত্তিতে লালবাগ থানার একটি বাসায় অভিযান চালিয়ে মেহেদী হাসান বিজয় (২২), নূরে আলম মো. সিহাব উদ্দিন (৩১) ও আবু আল জিন্নাতুলকে (২২) গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে বিভিন্ন ডিভাইস, হিযবুত তাহরীরের লিফলেট, পোস্টার ও বিভিন্ন বই জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে বেশ কয়েকজনের নাম জানিয়েছে। যারা নিয়মিত এই বাসায় আসা-যাওয়া করত ও সংগঠনের কাজে সহযোগিতা করত।
গ্রেপ্তার সদস্যরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তারা হিযবুত তাহরীরের নীতি, আদর্শ প্রচার করে আসছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে ১০ দিনের পুলিশ রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে সংগঠনটির অন্য সদস্যদের গ্রেপ্তারে কাজ করছে সিটিটিসি।
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
১২ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
১৫ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
১৬ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫