Ajker Patrika

নারায়ণগঞ্জের বিস্ফোরিত মসজিদে চুরির অভিযোগে ৩ কিশোর আটক

প্রতিনিধি, নারায়ণগঞ্জ 
নারায়ণগঞ্জের বিস্ফোরিত মসজিদে চুরির অভিযোগে ৩ কিশোর আটক

তল্লায় বিস্ফোরণে লণ্ডভণ্ড সেই মসজিদ থেকে ফ্যান, সাউন্ডবক্স ও জানালার গ্রিল চুরির অভিযোগে তিন কিশোরকে আটক করেছে এলাকাবাসী। আজ মঙ্গলবার সকালে তল্লা বাইতুস সালাত জামে মসজিদের সামনে থেকে তাদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়। 

আটককৃতরা হলো, তল্লা ভাঙ্গা বাড়ির এলাকার শফিক মিয়ার ছেলে মানিক (১৪), সবুজবাগ এলাকার মানিক মিয়ার ছেলে মহসিন (১৩), একই এলাকার আরিফ মিয়ার ছেলে লিমন (১৩)। 

এ বিষয়ে এলাকার বাসিন্দা নাইম বলেন, সকাল ১১টায় এক লোক এসে আমাকে জানায়, মসজিদ থেকে কারা যেন ফ্যান নিয়ে যাচ্ছে। তখন মানিক ও মহসিনকে আটক করা হয়। এ সময় ফাহিমসহ আরও কয়েকজন পালিয়ে যায়। পরে তাদের আমরা আটক করি। তাদের জিজ্ঞাসাবাদ করলে জানায় যে, বিস্ফোরণের ওই ঘটনার পর তারা মসজিদের জিনিসপত্র চুরি শুরু করেছে। কয়েক মাস ধরে তারা মসজিদটির দ্বিতীয় ও তৃতীয় তলার ২০টি ফ্যান,২টি সাউন্ড বক্স ও জানালার গ্রিল চুরি করেছে। আজকেও তারা চুরি করতে এসেছিল। পরে তাদের আমরা পুলিশের হাতে তুলে দিয়েছিল। 

এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, তিন কিশোরকে আটক করা হয়েছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। 

গত বছরের ৪ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। তাতে অগ্নিদগ্ধ হন সেখানে নামাজ পড়তে আসা অর্ধশতাধিক মানুষ। এ ঘটনায় অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। এর পর থেকেই মসজিদটি তালাবদ্ধ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত