Ajker Patrika

সিগারেটের আগুন না দেওয়ায় হোটেল মালিককে ঘুষি মেরে হত্যা

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২১, ২১: ৫৮
সিগারেটের আগুন না দেওয়ায় হোটেল মালিককে ঘুষি মেরে হত্যা

গাজীপুরের কালিয়াকৈর সিগারেট ধরানোর জন্য গ্যাস ম্যাচের আগুন না দেওয়ায় বখাটে যুবকের এলোপাতাড়ি কিল-ঘুষিতে এক হোটেল মালিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

আজ শনিবার বিকেলে উপজেলার ঢালজোড়া ইউনিয়নের দেওয়ার বাজার এলাকায় ঘটনা ঘটে। 

ওই হোটেল মালিক উপজেলার ঢালজোড়া ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের হোসেন আলীর ছেলে মিনহাজ উদ্দিন মিনু (৫০)। 

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে উপজেলার দেওয়ার গ্রামের অনু সরকারের ছেলে রিপন সরকার পার্শ্ববর্তী দেওয়ার বাজারের হোটেল ব্যবসায়ী মিনহাজ উদ্দিন মিনুর কাছে সিগারেটে আগুন ধরানোর জন্য গ্যাস লাইটার চান। না দেওয়ায় রিপন সরকার (৩৫) ও তাঁর সহযোগী তুহিন (২৫) হোটেল মালিক মিনহাজকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকেন। এতে মিনহাজ একপর্যায়ে অজ্ঞান হয়ে পড়ে যান। সেখানেই মৃত্যু হয় তাঁর। আশেপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দৌড়ে পালিয়ে যান। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থল থেকে বিকেলে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

কালিয়াকৈর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী হামলা ও মৃত্যু তথ্য নিশ্চিত করে বলেন, এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান: ভারতীয় দুই কোম্পানির ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করল বাংলাদেশ

মহিলা মাদ্রাসা থেকে দুই শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত