Ajker Patrika

গভীর রাতে চনপাড়ায় গোলাগুলি ‘মাদক কারবারের নিয়ন্ত্রণ নিয়ে’ 

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১২ এপ্রিল ২০২৩, ১৪: ৩৪
গভীর রাতে চনপাড়ায় গোলাগুলি ‘মাদক কারবারের নিয়ন্ত্রণ নিয়ে’ 

নারায়ণগঞ্জের রূপগঞ্জের চনপাড়া এলাকায় মাদক কারবারের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই পক্ষে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত থেকে আজ বুধবার সকাল পর্যন্ত দফায় দফায় এই সংঘর্ষ হয়। পুলিশ জানায়, মাদক কারবারি শাহাব উদ্দিন ও জয়নাল বাহিনীর মধ্যে এই সংঘর্ষ চলে রাতভর।

সংঘর্ষে মো. সানি (১৮), সম্রাট পারভেজ (২১) ও রোমান (১৮) নামে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া।

চনপাড়ার স্থানীয় বাসিন্দারা জানান, ইউপি সদস্য ও মাদক ব্যবসার নিয়ন্ত্রক হিসেবে পরিচিত বজলুর রহমান মারা যাওয়ার পরে আধিপত্য নিয়ে কোন্দল শুরু হয়। চনপাড়া এলাকার মাদক ব্যবসা নিয়ন্ত্রণে নেওয়াকে কেন্দ্র করে শাহাব উদ্দিন ও তাঁর সহযোগী শমসের সঙ্গে জয়নাল আবেদীন বাহিনীর সংঘর্ষ হয়। আহতদের মধ্যে গুলিবিদ্ধ তিনজনই জয়নাল আবেদীনের অনুসারী।

এ বিষয়ে নারায়ণগঞ্জ পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) আবির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল রাত থেকেই চনপাড়ায় উত্তেজনা শুরু হয়। রাত ২টার দিকে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। এতে বেশ কয়েকজন আহত ও তিনজন গুলিবিদ্ধ হওয়ার কথা শুনেছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চনপাড়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

সংঘর্ষের বিষয়ে জানতে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম সায়েদের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত