Ajker Patrika

নদীতে ভাসছিল নারীর মরদেহ, শরীরে আঘাতের চিহ্ন 

সাভার (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ১০ ডিসেম্বর ২০২৩, ২৩: ০২
নদীতে ভাসছিল নারীর মরদেহ, শরীরে আঘাতের চিহ্ন 

সাভারের আশুলিয়ায় নদী থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে নৌ–পুলিশ। গতকাল শনিবার দুপুর ৩টার দিকে আশুলিয়ার শিমুলিয়ার বিক্রমপুর এলাকার বংশাই নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত নারীর নাম রুবিনা খাতুন (২৪)। তাঁর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় আজ রোববার তাঁর বড় ভাই মাসুদ রানা বাদী হয়ে হত্যা মামলা করেছেন। 

রোববার রাত ৯টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব–৪ সিপিসি ২ এর কোম্পানি কমান্ডার রাকিব মাহমুদ খান। 

রুবিনা খাতুন দিনাজপুর জেলার পার্বতীপুর থানার রামপুর গ্রামের ওয়ারেছ আলীর মেয়ে। তিনি নরসিংদীর পলাশ থানা এলাকায় একটি টেক্সটাইল কারখানায় চাকরি করতেন এবং সেখানেই কারখানার কোয়ার্টারে বাস করতেন। স্বামী মঞ্জুরুলের সঙ্গে বনিবনা না হওয়ায় ছেলে–মেয়েকে গ্রামের বাড়িতে রেখে চাকরি করতেন রুবিনা। 

পুলিশ ও এলাকাবাসী জানায়, আশুলিয়ার বংশাই নদীতে একটি অজ্ঞাতনামা নারীর মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে নৌ-পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। 

র‍্যাব–৪ সিপিসি ২ কোম্পানি কমান্ডার লে. কমান্ডার রাকিব মাহমুদ খান বলেন, ‘এ ঘটনা জানার পর থেকে ছায়া তদন্ত শুরু করি আমরা। তদন্ত ও অভিযান অব্যাহত আছে।'

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

টাইফয়েড টিকাদান কর্মসূচি পেছাল, পাবে ৫ কোটি শিশু-কিশোর

রাশিয়া খুবই বড় শক্তি, চুক্তি ছাড়া ইউক্রেনের কোনো গতি নেই: ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত