Ajker Patrika

ক্রিকেটার আল-আমিনের বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২২, ১৬: ১০
ক্রিকেটার আল-আমিনের বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ

জাতীয় দলের বাইরে থাকা পেসার আল-আমিনের বিরুদ্ধে স্ত্রীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আল-আমিনের বিরুদ্ধে স্ত্রীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি আমরা তদন্ত করব। তারপর বিস্তারিত বলা যাবে।’

যৌতুকের জন্য স্ত্রীকে মারধর করে হাসপাতালে পাঠিয়েছেন আল-আমিন—এমনটাই দাবি তাঁর স্ত্রীর পরিবারের। আজ দুপুরে মামলার বাদী আল-আমিনের স্ত্রীর মামা সাইদ হোসেন আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, তাঁরা এখন থানায়। মামলার কাজ চলমান আছে। 

ঘটনার সূত্রপাত ফ্ল্যাটের বকেয়া টাকা নিয়ে। গত ২৫ আগস্ট এর জন্য স্ত্রীর ওপর নির্যাতন করেছেন আল-আমিন—এমনটাই দাবি সাইদের। তিনি বলেছেন, ‘২৫ তারিখ সে (আল-আমিন) বাসায় এসে স্ত্রীকে মারধর করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। মূলত তার ফ্ল্যাটের ২০ লাখ টাকা বাকি আছে, তা যেন শ্বশুরবাড়ি থেকে দেওয়া হয়, সে জন্য মারধর করে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত