রাতের রাজার সাম্রাজ্য নির্মূল হবে?
রাতের রানী। সাম্প্রতিক সময়ের আলোচিত বিষয়। কোনো কবি, সাহিত্যিক তাঁর রচনায় এ নামে কাউকে সম্বোধন করেছেন কি না ইতিমধ্যে, তা আমার জানা নেই। তবে কবি কাজী নজরুল ইসলামের একটি গান প্রায়ই মনে গুনগুনিয়ে ওঠে, ‘মোর প্রিয়া হবে এসো রাণী, দেবো খোঁপায় তারার ফুল...’। কবি কিন্তু লেখেননি, মোর প্রিয়া হবে এসো রাতের রানী।