Ajker Patrika

বাঁশখালীতে জমির বিরোধ এবং র‍্যাবের সোর্স সন্দেহে কৃষককে গলা কেটে হত্যা

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০৯ মে ২০২৩, ১৬: ৫৭
বাঁশখালীতে জমির বিরোধ এবং র‍্যাবের সোর্স সন্দেহে কৃষককে গলা কেটে হত্যা

চট্টগ্রামের বাঁশখালীতে হামিদ উল্লাহ (৪২) নামের এক কৃষককে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তাঁর স্ত্রী মরতুজা বেগম (২৮)। জমি সংক্রান্ত বিরোধ এবং র‍্যাবের ক্রসফায়ারে ডাকাত নিহতের ঘটনার সোর্স সন্দেহে হামিদ উল্লাহকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

আজ সোমবার ভোররাত সাড়ে ৪টার দিকে উপজেলার সরল ইউনিয়নের দক্ষিণ সরলের হাজিরখীল গ্রামে এ ঘটনা ঘটে। 

হামিদ উল্লাহ প্রকাশ কালু সরল এলাকার ২ নম্বর ওয়ার্ডের মাহফুজের ছেলে। 

পুলিশ ও নিহতের স্বজনেরা জানান, সোমবার কৃষক হামিদ উল্লাহ তাঁর স্ত্রীকে নিয়ে নতুন ঘরে ওঠেন। দীর্ঘদিন থেকে জমি সংক্রান্ত বিরোধ এবং ২০১৯ সালে ক্রসফায়ারে নিহত ডাকাত জাফর আহমদ প্রকাশ ওরফে জাফর মেম্বার ও ডাকাত মো. খলিলের ছেলেদের সঙ্গে বিরোধ চলে আসছে। জায়গার দালালির ভাগ–বাঁটোয়ারা , পারস্পরিক মামলা মোকদ্দামার বিরোধ এবং র‍্যাবের ক্রসফায়ারে নিহতের ঘটনাসহ বিভিন্ন ধরনের বিরোধের কাহিনি প্রকাশ্যে প্রচার হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ, জমি সংক্রান্ত বিরোধ এবং ক্রসফায়ারে নিহত হওয়ার ঘটনায় সোমবার ভোররাত সাড়ে ৪টার সময় হামিদ উল্লাহকে হত্যা করা হয়েছে। এ সময় আহত হন তাঁর স্ত্রী মরতুজা। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এ বিষয়ে জানতে চাইলে কান্নাজড়িত কণ্ঠে নিহতের বোন জোহরা বেগম বলেন, ‘আমার ভাই গত শুক্রবার দোয়া দরুদ পড়ে নতুন ঘরে উঠেছে। ওই ঘরেই রাতে ৭ / ৮ জন সন্ত্রাসী কিরিচ দিয়ে কুপিয়ে শরীরের বিভিন্ন অংশ ছিন্নভিন্ন করে আমার ভাইকে জবাই করে হত্যা করেছে।’ 

তিনি আরও বলেন, ‘২০১৯ সালে ডাকাত জাফর ও খলিল র‍্যাবের ক্রসফায়ারে নিহত হয়। এরপর থেকে ওদের ছেলে মো. মোরশেদ (২৮), মো. মিনহাজ (২০), এহসান (২৮), মো. মুনাফসহ (৩৫) অনেকে দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছিল আমার ভাই মো. হামিদকে। সেই ঘটনার রেশ ধরে আমার ভাইকে র‍্যাবের সোর্স মনে করে হত্যা করেছে।’ 

এ ঘটনায় জাফরের স্ত্রী ইউপি সদস্য রহিমা আক্তার বলেন, ‘রাতে আমার ছেলে মোরশেদ বাড়িতে ঘুমে ছিল। আমার ছেলে খুন করেনি। তবে হামিদের সঙ্গে আমাদের জায়গা জমির বিরোধ আছে। কারা খুন করেছে জানি না।’ 

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, ‘তাদের মধ্যে দীর্ঘদিন জায়গা জমির বিরোধ এবং র‍্যাবের ক্রসফায়ারে ডাকাত নিহতের ঘটনার সোর্স সন্দেহে হামিদ উল্লাহ খুন হয়েছে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। তবে পুলিশ ব্যাপক তদন্ত চালিয়ে যাচ্ছে। খুনিদের গ্রেপ্তারে পুলিশ অভিযানে নেমেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মোবাইলে সর্বত্র ইন্টারনেট সংযোগ দেবে স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত