Ajker Patrika

রুমায় একই পরিবারের ৫ জনকে হত্যার ঘটনায় ২২ জন গ্রেপ্তার

রুমা (বান্দরবান) প্রতিনিধি
আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ১০: ৩৪
রুমায় একই পরিবারের ৫ জনকে হত্যার ঘটনায় ২২ জন গ্রেপ্তার

বান্দরবানের রুমা উপজেলার গালেঙ্গ্যা ইউনিয়নের দুর্গম আবুপাড়া (পাড়াপ্রধান) কারবারিসহ পাঁচজনকে হত্যা করার অভিযোগে ২২ জনকে গ্রেপ্তার করেছে রুমা থানার পুলিশ। গতকাল শুক্রবার রাতে আসামিদের গ্রেপ্তার করা হয়। কারবারি ও তাঁর চার ছেলেকে পরিকল্পিতভাবে খুন করার অপরাধে এজাহারভুক্ত আসামি হিসেবে এই ২২ জনকে গ্রেপ্তার করা হয়।

রুমা থানার সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আবুল কাসেম চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের আজ শনিবার সকালে বান্দরবান জেলা আদালতে পাঠানো হয়েছে। 

এর আগে গত ২৪ ফেব্রুয়ারি রাতে কুসংস্কার ও পাড়ার জুমের জমি নিয়ে বিরোধে রুমা উপজেলার গালেঙ্গ্যা ইউনিয়নের দুর্গম আবুপাড়া কারবারি (পাড়াপ্রধান) লকরুই ম্রো ও তাঁর চার ছেলেসহ মোট পাঁচজনকে কুপিয়ে হত্যা করা হয়। হত্যার পর পাঁচটি মরদেহ গুম করার উদ্দেশ্যে আবুপাড়ার পার্শ্ববর্তী জঙ্গলে ঝরনার গভীর খাদে ফেলে দেওয়া হয়। 

খবর পেয়ে গতকাল শুক্রবার বিকেলে মরদেহ পাঁচটি উদ্ধার করে রুমা থানায় নিয়ে আসে পুলিশের একটি দল। নিহত লেং নি ম্রোর স্ত্রী হাইপয় ম্রো বাদী হয়ে রুমা থানায় হত্যা মামলা দায়ের করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত