Ajker Patrika

বাজারে যাওয়ার পথে নিখোঁজ, গলার সঙ্গে হাঁটু বাঁধা অবস্থায় লাশ উদ্ধার

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ৩১ মার্চ ২০২৩, ২১: ৪২
বাজারে যাওয়ার পথে নিখোঁজ, গলার সঙ্গে হাঁটু বাঁধা অবস্থায় লাশ উদ্ধার

চট্টগ্রামের হাটহাজারীতে বাজার করতে বেরিয়ে নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর এক প্রবাসীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ষাটোর্ধ্ব দুবাইপ্রবাসী নুর মোহাম্মদ গত ২৬ মার্চ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। 

আজ শুক্রবার বিকেলে হাটহাজারী উপজেলার দক্ষিণ মাদার্শা ইউনিয়নের জেলেপাড়ার ওয়াপদা কলোনির মসজিদের দক্ষিণ পাশে হালদা নদীর সংযুক্ত কাটাখালী খালে ভাসমান অবস্থায় লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, গলার সঙ্গে হাঁটু ভাঁজ করে গামছা দিয়ে বাঁধা ছিল। 

নুর মোহাম্মদ রাউজান পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সিকদারবাড়ির মৃত সুবেদার আব্দুর রশিদের ছেলে। 

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুল আলম জানান, লাশ উদ্ধারের খবর পেয়ে ওই প্রবাসীর ছেলে এসে তাঁর বাবার লাশ বলে শনাক্ত করেন। 

নুর মোহাম্মদের ছেলে ইসমাম নূর গণমাধ্যমকর্মীদের জানান, গত ২৬ মার্চ বিকেলে হাটহাজারী উপজেলার ইছাপুর ফয়জিয়া বাজারে যাওয়ার জন্য ঘর থেকে বের হন। এরপর থেকে তাঁর বাবার আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। 

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন সবুজ বলেন, ‘প্রবাসীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তে রিপোর্ট পাওয়া সাপেক্ষে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশের চার পাটপণ্যে ভারতের বন্দর নিষেধাজ্ঞা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত