Ajker Patrika

রায়পুরে ডাকাতির অভিযোগে গ্রেপ্তার ১ 

প্রতিনিধি, রায়পুর (লক্ষ্মীপুর) 
আপডেট : ১৫ আগস্ট ২০২১, ১৮: ০২
রায়পুরে ডাকাতির অভিযোগে গ্রেপ্তার ১ 

লক্ষ্মীপুরের রায়পুরে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. বাহার (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুরে পাঁচ দিনের রিমান্ড চেয়ে তাঁকে আদালতে পাঠানো হয়েছে। 

গ্রেপ্তারকৃত মো. বাহার উপজেলার শিবপুর ইউনুছ পাটওয়ারী বাড়ির মৃত হাজী ইউসুফ আলীর ছেলে।

অভিযুক্ত বাহারের বড় ভাই মো. হাছান বলেন, আমার ভাই আগে খারাপ থাকলেও এখন ভালো হওয়ার চেষ্টা করছিল। এভাবে বারবার তাঁকে গ্রেপ্তার করায় সে স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন না। 

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল বলেন, মো. বাহার পুলিশের তালিকাভুক্ত ডাকাত। তাঁর বিরুদ্ধে এর আগেও রায়পুর থানায় ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে ৭টি মামলা হয়েছে। কয়েকবার সে ডাকাতির সরঞ্জাম ও ধারালো অস্ত্রসহ গ্রেপ্তারও হয়। কেরোয়া গ্রামের একটি ডাকাতি মামলায় তাঁকে দীর্ঘদিন থেকেই খুঁজছিল পুলিশ।  

ওসি আরও বলেন, তাঁকে গ্রেপ্তার করতে গেলে পুলিশের ওপরও চড়াও হন । ঘটনার সময় পালাতে গিয়ে আহত হন তিনি। পড়ে তাঁকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।   

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত