Ajker Patrika

চাঁদপুরে যুবকের পুরুষাঙ্গ কেটে হত্যাচেষ্টার অভিযোগ

মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১২: ৩১
চাঁদপুরে যুবকের পুরুষাঙ্গ কেটে হত্যাচেষ্টার অভিযোগ

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের আবু বকর (৩৫) নামে এক যুবককে পুরুষাঙ্গ কেটে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে । গত শুক্রবার দক্ষিণ ডিঙ্গাভাঙ্গা গ্রামের নইমুদ্দিন মিজি বাড়িতে ডেকে এনে শাহজাহান নামে এক ব্যক্তি ও তাঁর স্ত্রী শারমিন এ ঘটনা ঘটান। মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন বালা বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবু বকরকে পাশের বিলে নিয়ে গিয়ে তাঁর হাত-পা বেঁধে পুরুষাঙ্গ কেটে ফেলেন এবং হত্যার চেষ্টা করেন শাহজাহান ও তাঁর স্ত্রী শারমিন । এ সময় আবু বকরের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। আহত আবু বকরের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে স্বামী-স্ত্রী পালিয়ে যান। পরে আবু বকরকে উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

বহরী গ্রামের একাধিক ব্যক্তি এবং ওই ওয়ার্ডের মেম্বার কামাল গাজী জানান, শাহজাহান দীর্ঘদিন প্রবাসে থাকার পর চার-পাঁচ মাস আগে দেশে আসেন। আবু বকরদের সঙ্গে ডিঙ্গাভাঙ্গা গ্রামের শাহজাহান মিজিদের দীর্ঘদিন যাবৎ দ্বন্দ্ব চলছে। 

ইউপি চেয়ারম্যান শহিদুল্লাহ প্রধান বলেন, ‘আমার ইউনিয়নে এ ধরনের ঘটনা আগে কখনো ঘটেনি। আমি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি, ছেলেটা যেন সুস্থ হয়ে যায়।’ 

মতলব দক্ষিণ থানার ওসি রিপন বালা বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত