Ajker Patrika

কুমিল্লায় ২ ভাইকে হত্যার দায়ে আরেক ভাইয়ের মৃত্যুদণ্ড

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ২৭ মার্চ ২০২৩, ১৫: ০৭
কুমিল্লায় ২ ভাইকে হত্যার দায়ে আরেক ভাইয়ের মৃত্যুদণ্ড

কুমিল্লার সদর দক্ষিণে দুই সৎভাইকে হত্যার দায়ে আরেক ভাইয়ের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার এ রায় দেন কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৫ নম্বর আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন।

দণ্ডপ্রাপ্ত আসামি হলেন আল শফিউল ইসলাম ছোটন (২৩)। তিনি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার দক্ষিণ রসুলপুর গ্রামের আবুল কালামের ছেলে। এ তথ্য নিশ্চিত করেছেন সহকারী রাষ্ট্রীয় কৌঁসুলি (এপিপি) নজরুল ইসলাম।

মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ২৭ ফেব্রুয়ারি সদর দক্ষিণের রসুলপুর গ্রামের ছোটন তাঁর দুই সৎভাই মেহেদি হাসান জয় (৮) এবং মেজবাউল হক মনিকে (৬) গলা চেপে ও বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করেন। পরে দরজা-জানালা বন্ধ করে পালিয়ে যান। এ ঘটনায় নিহতদের মা রেখা বেগম বাদী হয়ে শফিউল ইসলাম ছোটনকে আসামি করে ওই দিনই কুমিল্লা সদর দক্ষিণ থানায় মামলা করেন। গ্রেপ্তারের পর আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

আইনজীবী নজরুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, মামলায় ২০ জন সাক্ষীর মধ্যে ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি পর্যালোচনা করে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে মৃত্যুদণ্ড ও দশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন বিজ্ঞ আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন সহকারী রাষ্ট্রীয় কৌঁসুলি (এপিপি) নজরুল ইসলাম এবং আসামিপক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী মো. কাইমুল হক রিংকু।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত