কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার সদর দক্ষিণে দুই সৎভাইকে হত্যার দায়ে আরেক ভাইয়ের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার এ রায় দেন কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৫ নম্বর আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন।
দণ্ডপ্রাপ্ত আসামি হলেন আল শফিউল ইসলাম ছোটন (২৩)। তিনি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার দক্ষিণ রসুলপুর গ্রামের আবুল কালামের ছেলে। এ তথ্য নিশ্চিত করেছেন সহকারী রাষ্ট্রীয় কৌঁসুলি (এপিপি) নজরুল ইসলাম।
মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ২৭ ফেব্রুয়ারি সদর দক্ষিণের রসুলপুর গ্রামের ছোটন তাঁর দুই সৎভাই মেহেদি হাসান জয় (৮) এবং মেজবাউল হক মনিকে (৬) গলা চেপে ও বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করেন। পরে দরজা-জানালা বন্ধ করে পালিয়ে যান। এ ঘটনায় নিহতদের মা রেখা বেগম বাদী হয়ে শফিউল ইসলাম ছোটনকে আসামি করে ওই দিনই কুমিল্লা সদর দক্ষিণ থানায় মামলা করেন। গ্রেপ্তারের পর আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
আইনজীবী নজরুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, মামলায় ২০ জন সাক্ষীর মধ্যে ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি পর্যালোচনা করে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে মৃত্যুদণ্ড ও দশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন বিজ্ঞ আদালত।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন সহকারী রাষ্ট্রীয় কৌঁসুলি (এপিপি) নজরুল ইসলাম এবং আসামিপক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী মো. কাইমুল হক রিংকু।
কুমিল্লার সদর দক্ষিণে দুই সৎভাইকে হত্যার দায়ে আরেক ভাইয়ের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার এ রায় দেন কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৫ নম্বর আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন।
দণ্ডপ্রাপ্ত আসামি হলেন আল শফিউল ইসলাম ছোটন (২৩)। তিনি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার দক্ষিণ রসুলপুর গ্রামের আবুল কালামের ছেলে। এ তথ্য নিশ্চিত করেছেন সহকারী রাষ্ট্রীয় কৌঁসুলি (এপিপি) নজরুল ইসলাম।
মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ২৭ ফেব্রুয়ারি সদর দক্ষিণের রসুলপুর গ্রামের ছোটন তাঁর দুই সৎভাই মেহেদি হাসান জয় (৮) এবং মেজবাউল হক মনিকে (৬) গলা চেপে ও বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করেন। পরে দরজা-জানালা বন্ধ করে পালিয়ে যান। এ ঘটনায় নিহতদের মা রেখা বেগম বাদী হয়ে শফিউল ইসলাম ছোটনকে আসামি করে ওই দিনই কুমিল্লা সদর দক্ষিণ থানায় মামলা করেন। গ্রেপ্তারের পর আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
আইনজীবী নজরুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, মামলায় ২০ জন সাক্ষীর মধ্যে ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি পর্যালোচনা করে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে মৃত্যুদণ্ড ও দশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন বিজ্ঞ আদালত।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন সহকারী রাষ্ট্রীয় কৌঁসুলি (এপিপি) নজরুল ইসলাম এবং আসামিপক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী মো. কাইমুল হক রিংকু।
সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ৬৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ৯৭২ জন ও অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৬৯৩ জন। আজ সোমবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
১ দিন আগেরাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
১৮ এপ্রিল ২০২৫রাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
১৫ এপ্রিল ২০২৫ক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
১৪ এপ্রিল ২০২৫