Ajker Patrika

সুবর্ণচরে খাল থেকে গলায় গামছা প্যাঁচানো যুবকের মরদেহ উদ্ধার 

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
আপডেট : ১০ জুলাই ২০২৩, ১৫: ৫০
সুবর্ণচরে খাল থেকে গলায় গামছা প্যাঁচানো যুবকের মরদেহ উদ্ধার 

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের খাল থেকে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় করিম (২৬) নামের এক মোটরসাইকেল চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে এ সময় তাঁর মোটরসাইকেলটি পাওয়া যায়নি। 

আজ সোমবার সকাল ৯টার দিকে পূর্ব চরবাটা ইউনিয়নের জোবায়ের বাজার এলাকার সুইজ খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত করিম জেলার হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নের মন্নান নগর গ্রামের ধানসিঁড়ি আশ্রয়ণ প্রকল্পের বেলাল হোসেনের ছেলে। তিনি ভাড়ায়চালিত মোটরসাইকেলের চালক ছিলেন। 

স্থানীয়রা জানান, সকালে জোবায়ের বাজার এলাকার সুইজ খালের পাশ দিয়ে যাওয়ার সময় স্থানীয় কয়েকজন খালের পাড়ে একটি মরদেহ ভাসতে দেখেন। পরে তাঁরা বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে থানায় জানান। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে খালের পানিতে ভাসমান অবস্থায় গলায় গামছা প্যাঁচানো মরদেহটি উদ্ধার করে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত লোকজন মরদেহটি করিমের বলে শনাক্ত করেন। করিম পেশায় একজন মোটরসাইকেলচালক বলেও জানান। 

স্থানীয়দের ধারণা, গতকাল রোববার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা করিমকে গলায় গামছা পেঁচিয়ে হত্যার পর তাঁর মোটরসাইকেলটি নিয়ে গেছে। পরে লাশটি খালের মধ্যে ফেলে দিয়ে যায়। 

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন না থাকলেও গলায় একটি গামছা প্যাঁচানো রয়েছে। ধারণা করা হচ্ছে, ঘটনাটি হত্যাকাণ্ড। তবে কী কারণে এ হত্যাকাণ্ড তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত