Ajker Patrika

আমার নাম ভাঙিয়ে কেউ অনিয়ম করলে বেঁধে রাখবেন: ভূমিমন্ত্রী

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০৭ জুলাই ২০২৩, ২০: ৫৫
আমার নাম ভাঙিয়ে কেউ অনিয়ম করলে বেঁধে রাখবেন: ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, জনগণের সেবা করার জন্যই মন্ত্রী হয়েছি, কারও অন্যায় কর্মকাণ্ডকে আশ্রয়-প্রশ্রয় দেওয়ার জন্য নয়। আমার নাম ভাঙিয়ে কেউ অন্যায়, অনিয়ম ও সমাজবিরোধী কাজ করলে তাকে বেঁধে রাখবেন।

আজ শুক্রবার দুপুরে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের শাহমীরপুর দারোগাহাট এলাকার জাগিরপাড়া ওয়াজেদিয়া জামে মসজিদে মুসল্লিদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, ‘দলমত-নির্বিশেষে সবার আগে মানুষ হতে হবে। মসজিদে নামাজ পড়ে বের হয়ে অন্যের জমি দখল, হামলা-মামলা ও চাঁদাবাজি করলে তার ইবাদত তো কবুল হবেই না, ঠাঁই হবে না কোথাও। যদি আমার দলের লোকও অন্যায় কাজ করে, তখন আমি চোখ ফিরিয়ে নেব।’

সাইফুজ্জামান বলেন, আগামী ৬ মাস পরই জাতীয় সংসদ নির্বাচন। এখন আমাদের পরীক্ষা দেওয়ার সময় এসেছে। আওয়ামী লীগ সরকার আপনাদের জন্য কী করেছেন, তা আপনারাই বিবেচনা করবেন। শেখ হাসিনার সরকার আনোয়ারা-কর্ণফুলীতে চোখে পড়ার মতোই উন্নয়নকাজ করেছে। এটাও করেছেন বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি সেবা করতে এসেছি, উন্নয়নের দায়িত্ব আমার। এ সময় ভূমিমন্ত্রী এলাকায় মাদক-জুয়াসহ বিভিন্ন অপকর্মে যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য কঠোর হুঁশিয়ারি দেন।

এ সময় উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোলায়মান তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুনুর রশীদ চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষক ড. মুহাম্মদ নুর হোসাইন, যুবলীগ নেতা সভাপতি নাজিম উদ্দিন হায়দারসহ অনেকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত