নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
বান্দরবানের রুমা উপজেলায় অপহরণের ১৫ দিন পর ফিরে এলেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মো. আনোয়ার হোসেন (৫৪)। গতকাল শুক্রবার বেলা একটার দিকে তাঁকে ছেড়ে দেওয়া হয়।
এর আগে গত ১৭ মার্চ (শুক্রবার) বিচ্ছিন্নতাবাদী সংগঠন কেএনএফ তাঁকে অপহরণ করেছিল বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দেওয়া তথ্যে জানা যায়। আনোয়ার হোসেন সেনাবাহিনীর ২৬ ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের অবসরপ্রাপ্ত সার্জেন্ট।
বর্তমানে আনোয়ার হোসেন স্থানীয় সেনাক্যাম্পে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, ১৭ মার্চ (শুক্রবার) রুমা উপজেলার বগা লেক-কেওক্রাডাং সড়ক নির্মাণকাজের প্রকল্প এলাকা থেকে অস্ত্রের মুখে সাবেক এই সেনা কর্মকর্তাসহ তিনজনকে অপহরণ করা হয়। কয়েক দিন পর ট্রাকচালক মো. মামুন (২৯) এবং শ্রমিক আব্দুর রহমানকে (২৭) ছেড়ে দিলেও, আনোয়ার হোসেনকে আটকে রাখে। এরপর নানামুখী তৎপরতা চালায় বিভিন্ন নিরাপত্তা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকরী বাহিনী। অপহরণের ১৫ দিন পর গতকাল দুপুরে অপহরণকারীরা বগা লেক-কেওক্রাডাং সড়কের পার্শ্ববর্তী এলাকায় তাঁকে ছেড়ে দেয় বলে জানায় পুলিশ। আনোয়ার হোসেনের উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাঁকে রুমা বগা লেক আর্মি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি বগা লেক ক্যাম্পেই রয়েছেন।
এ বিষয়ে রুমা থানার ওসি আলমগীর হোসেন বলেন, ‘অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার সার্জেন্ট মো. আনোয়ার হোসেনকে ছেড়ে দেওয়া হয়েছে। এর আগে কেএনএফের তরফে থেকে অন্য দুজন শ্রমিককে মুক্তি দেওয়া হয়। বর্তমানে তিনি স্থানীয় সেনা ক্যাম্পে চিকিৎসা নিচ্ছেন।’
বান্দরবানের রুমা উপজেলায় অপহরণের ১৫ দিন পর ফিরে এলেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মো. আনোয়ার হোসেন (৫৪)। গতকাল শুক্রবার বেলা একটার দিকে তাঁকে ছেড়ে দেওয়া হয়।
এর আগে গত ১৭ মার্চ (শুক্রবার) বিচ্ছিন্নতাবাদী সংগঠন কেএনএফ তাঁকে অপহরণ করেছিল বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দেওয়া তথ্যে জানা যায়। আনোয়ার হোসেন সেনাবাহিনীর ২৬ ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের অবসরপ্রাপ্ত সার্জেন্ট।
বর্তমানে আনোয়ার হোসেন স্থানীয় সেনাক্যাম্পে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, ১৭ মার্চ (শুক্রবার) রুমা উপজেলার বগা লেক-কেওক্রাডাং সড়ক নির্মাণকাজের প্রকল্প এলাকা থেকে অস্ত্রের মুখে সাবেক এই সেনা কর্মকর্তাসহ তিনজনকে অপহরণ করা হয়। কয়েক দিন পর ট্রাকচালক মো. মামুন (২৯) এবং শ্রমিক আব্দুর রহমানকে (২৭) ছেড়ে দিলেও, আনোয়ার হোসেনকে আটকে রাখে। এরপর নানামুখী তৎপরতা চালায় বিভিন্ন নিরাপত্তা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকরী বাহিনী। অপহরণের ১৫ দিন পর গতকাল দুপুরে অপহরণকারীরা বগা লেক-কেওক্রাডাং সড়কের পার্শ্ববর্তী এলাকায় তাঁকে ছেড়ে দেয় বলে জানায় পুলিশ। আনোয়ার হোসেনের উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাঁকে রুমা বগা লেক আর্মি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি বগা লেক ক্যাম্পেই রয়েছেন।
এ বিষয়ে রুমা থানার ওসি আলমগীর হোসেন বলেন, ‘অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার সার্জেন্ট মো. আনোয়ার হোসেনকে ছেড়ে দেওয়া হয়েছে। এর আগে কেএনএফের তরফে থেকে অন্য দুজন শ্রমিককে মুক্তি দেওয়া হয়। বর্তমানে তিনি স্থানীয় সেনা ক্যাম্পে চিকিৎসা নিচ্ছেন।’
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
১৭ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
২০ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
২১ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫