Ajker Patrika

নোয়াখালীতে পাসপোর্ট তৈরির কাগজপত্রসহ গ্রেপ্তার ৮ 

প্রতিনিধি, নোয়াখালী
নোয়াখালীতে পাসপোর্ট তৈরির কাগজপত্রসহ গ্রেপ্তার ৮ 

নোয়াখালী আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে থেকে ৮ দালালকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার দুপুরে তাঁদের গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের কাছ থেকে পাসপোর্ট তৈরির বিভিন্ন কাগজপত্র জব্দ করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন-বেগমগঞ্জের একলাশপুর গ্রামের নজির আহমদের ছেলে আবুল হাশেম (৪২), বেলায়েত হোসেনের ছেলে ইমাম উদ্দিন (৩৯), আবু জাহেরের ছেলে নুর মোহাম্মদ বাবু (৩০), কিরণের ছেলে দ্বীন ইসলাম (২৫), পূর্ব একলাশপুর গ্রামের শাহিনের ছেলে জুয়েল রানা (২৫)। তাঁদের সবাইকে ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে সদরের বিনোদপুর এলাকার আবুল কাশেমের ছেলে আসাদুজ্জামানকে (৩৪) ৫ দিন এবং অনন্তপুর গ্রামের দ্বীন ইসলামের চেলে আবুল হাশেম (২৩) ও মজিবুল হকের ছেলে জাহাঙ্গীরকে (৩০) ৩ দিন করে কারাদণ্ড দেওয়া হয়। 

জানা যায়, আজ দুপুরে জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত রায়হানের নেতৃত্বে পাসপোর্ট অফিসের সামনে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় পাসপোর্ট তৈরির বিভিন্ন কাগজপত্রসহ তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। অভিযানে সহযোগিতা করেন র‍্যাব-১১, লক্ষ্মীপুর ক্যাম্পের একটি দল। 

এ বিষয়ে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত রায়হান বলেন, গ্রেপ্তারকৃতরা পাসপোর্ট প্রত্যাশী লোকজনকে বিভিন্নভাবে হয়রানি করে আসছিল। ভবিষ্যতেও এসব দালালদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত