Ajker Patrika

১৬ লাখ টাকাসহ অপহরণকারী গ্রেপ্তার

কুমিল্লা প্রতিনিধি
১৬ লাখ টাকাসহ অপহরণকারী গ্রেপ্তার

কুমিল্লার সদর উপজেলার শাসনগাছা বাসস্ট্যান্ড এলাকা থেকে মুক্তিপণের টাকাসহ অপহরণকারীকে গ্রেপ্তার করে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করেছে র‍্যাব। আজ মঙ্গলবার দুপুরে নগরীর শাকতলা র‍্যাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব-ও, সিপিসি-২, কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর মহাজন সাকিব হোসেন। 

অপহৃত ব্যবসায়ী সদর দক্ষিণ থানার আশ্রাফপুর এলাকার কাজী আব্দুর রকিবের ছেলে মো. কাজী ওমর শরীফ সোহেল (৩২)।

র‍্যাব জানায়, ব্যবসায়ী মো. কাজী ওমর শরীফ সোহেলের (৩২) সঙ্গে অপহরণকারী মো. সোহরাব হোসেন বিপ্লবের (৩২) বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। বিপ্লব জানত সোহেল অর্থনৈতিকভাবে সচ্ছল ব্যক্তি। সেই সুবাদে তাঁর সঙ্গে সম্পর্ক তৈরি করেন বিপ্লব। কতিপয় কিছু ব্যবসা-বাণিজ্যের মাধ্যমে খুব সহজেই অর্থনৈতিক সুবিধা পাওয়ার লোভ দেখান ওমরকে। এরই ধারাবাহিকতায় গত ৭ জানুয়ারি (শুক্রবার) লাভজনক ব্যবসার কথা বলে ১৭ লাখ টাকা নিয়ে তাঁর কাছে আসতে বলেন ওমরকে। 
 
ওমর বিপ্লবের কথামত নগদ ১৭ লাখ টাকা নিয়ে রেসকোর্স বিপ্লবের বাসায় যায়। এ সুযোগে বিপ্লব ওমরকে খাবারে সঙ্গে ঘুমের ওষুধসহ বিভিন্ন প্রকার ওষুধ সেবন করিয়ে অচেতন করে ফেলে। পরে ওম রের পরিবার তাঁর খোঁজ না পেয়ে থানায় জিডি ও র‍্যাবের কাছে লিখিত অভিযোগ দায়ের করে। বিষয়টি টের পেয়ে বিপ্লব ওমরকে অচেতন অবস্থায় চাঁদপুর জেলার হাজিগঞ্জ থানা এলাকায় ফেলে রেখে নিজে বাসায় চলে আসেন। 

সংবাদ সম্মেলনে কোম্পানি অধিনায়ক মেজর মহাজন সাকিব হোসেন বলেন, ৭ জানুয়ারি ওমর শরীফ সোহেল নিখোঁজ হয়। এর প্রেক্ষিতে সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি ও র‍্যাব কার্যালয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী ব্যবসায়ীর বাবা কাজী আব্দুর নকিব। গতকাল সোমবার রাতে র‍্যাবের কুমিল্লা সদর উপজেলার শাসনগাছা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে ওমর শরীফ সোহেলকে অপহরণের অভিযোগে সোহরাব হোসেন বিপ্লবকে ১৬ লাখ ৫০ হাজার টাকাসহ গ্রেপ্তার করে। বিপ্লব চাঁদপুর জেলার হাজিগঞ্জ উপজেলার লাউকড়া গ্রামের বাসিন্দা। বিপ্লব নগরীর রেসকোর্স ধানমন্ডি সড়ক এলাকায় ভাড়া থাকত। পরে বিপ্লবের দেওয়া তথ্যের ভিত্তিতে ব্যবসায়ী মো. কাজী ওমর শরীফ সোহেলকে (৩২) উদ্ধার করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত