Ajker Patrika

সীতাকুণ্ডে দশ লাখ টাকার ইয়াবাসহ চার যুবক গ্রেপ্তার

প্রতিনিধি, সীতাকুণ্ড (চট্টগ্রাম)
সীতাকুণ্ডে দশ লাখ টাকার ইয়াবাসহ চার যুবক গ্রেপ্তার

চট্টগ্রামের সীতাকুণ্ডে পৃথক অভিযান চালিয়ে ৩ হাজার ৩০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এই সময় ইয়াবা পাচারের সঙ্গে জড়িত চার যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার ভোরে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পৌরসভার বাসস্ট্যান্ড এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত যুবকেরা হলেন, মো. মনির (২৪), মো. ইলিয়াস (২৫), মো. নুর (২৪) ও মো. নুরুল ইসলাম (২২)।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক আজকের পত্রিকাকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা পাচারের খবর পেয়ে মঙ্গলবার ভোরে মহাসড়কের পৌর সদর শ্যামলী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশ পালিয়ে যাওয়ার চেষ্টাকালে সন্দেহভাজন এক যুবককে গ্রেপ্তার করে। তাঁর হাতে থাকা ব্যাগে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে ব্যাগের ভেতরে লুকিয়ে রাখা ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আজ দুপুরে ইয়াবা পাচারের খবর পেয়ে বাসস্ট্যান্ডে পুনরায় অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ইলিয়াস, নুর ও নুরুল ইসলাম নামে তিন যুবককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাঁদের সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে ২ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

সুমন বণিক আরও বলেন, উদ্ধার করা ইয়াবার মূল্য প্রায় দশ লাখ টাকা। মঙ্গলবার দুপুরে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে চার যুবককে জেলহাজতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত