Ajker Patrika

সাড়ে ১১ হাজার পিস ইয়াবাসহ আটক এসআই কারাগারে

আদালত প্রতিবেদক
আপডেট : ২৮ জুন ২০২১, ২২: ৪২
সাড়ে ১১ হাজার পিস ইয়াবাসহ আটক এসআই কারাগারে

চট্টগ্রাম: কর্ণফুলী থানার শিকলবাহা থেকে বিপুল পরিমান ইয়াবাসহ শেখ মাসুদ রানা (৩৫) নামে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) গ্রেপ্তার হয়েছেন। গতকাল রোববার বিকেলে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) শিকলবাহা ভেল্লাপাড়া থেকে তাঁকে গ্রেপ্তার করে।

আজ সোমবার বিকেলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আজ আদালতে হাজির করার পর ঘটনা জানাজানি হয়।

পুলিশ জানায়, কক্সবাজার থেকে একটি প্রাইভেট কার চালিয়ে চট্টগ্রাম আসছিলেন এসআই শেখ মাসুদ রানা। গাড়িটি কর্ণফুলী থানার ভেল্লাপাড়া সংযোগ সড়কে এলে র‍্যাব থামিয়ে তল্লাশি চালায়। গাড়ি থেকে ১১ হাজার ৫৬০ পিস ইয়াবা উদ্ধার করে মাসুদ রানাকে আটক করে র‍্যাব।

মাসুদ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কক্সবাজার জেলায় এসআই হিসেবে কর্মরত বলে জানিয়েছে পুলিশ।

র‍্যাব-৭ উপসহকারী পরিচালক মো. মনিরুজ্জামান এ ঘটনায় নগরের কর্ণফুলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।

কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, র‍্যাবের মামলায় আসামি শেখ মাসুদ রানাকে আদালতে চালান দেওয়া হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হবে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার কাজী শাহাবুদ্দিন আহমেদ আজকের পত্রিকাকে বলেন, আসামিকে বিকেলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডাকসুতে শিবিরের জয়ে উদ্বেগ শশী থারুরের, জবাব দিলেন মেঘমল্লার

‘বেয়াদবি ছুটায় দেব’: সরি বলতে অসুবিধা নেই, বললেন সেই জামায়াত নেতা

শাহজালাল বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের সামনে কোমরপানি

ইসরায়েলের হামলার কী জবাব হবে—আরব-ইসলামিক সম্মেলন ডাকল কাতার

রাজাকারের বাচ্চারা মুক্তিযুদ্ধকে বিনাশ করতে পারবে না: ফজলুর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত