Ajker Patrika

টেকনাফ সীমান্ত থেকে ২ লাখ ইয়াবা জব্দ করেছে বিজিবি

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
আপডেট : ১৮ মার্চ ২০২৩, ১৫: ৪৪
টেকনাফ সীমান্ত থেকে ২ লাখ ইয়াবা জব্দ করেছে বিজিবি

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের হ্নীলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তাড়া খেয়ে মাদক কারবারিরা দুটি বস্তা ফেলে মিয়ানমার সীমান্তে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে বস্তাভর্তি ২ লাখ ইয়াবা বড়ি জব্দ করে বিজিবি। 

গতকাল শুক্রবার রাতে এসব উদ্ধারের বিষয়ে জানিয়েছেন টেকনাফ বিজিবি-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার। 

বিজিবি কর্মকর্তা শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার বলেন, শুক্রবার রাতে হ্নীলা বিওপির টহল দল কাস্টমস ঘাট এলাকার শ্মশানঘাটে নিয়মিত টহল দিচ্ছিল। এ সময় তিন-চার জনকে কাঠের নৌকা থেকে বস্তা নামাতে দেখে তাদের দাঁড়ানোর জন্য সংকেত দেয়। তারা বিজিবির সংকেত উপেক্ষা করে নৌকাসহ মিয়ানমারের দিকে পালানোর চেষ্টা করলে বিজিবি জওয়ানেরা ৪টি গুলি ছোড়ে। এ সময় মাদক কারবারিরাও বিজিবি জওয়ানদের লক্ষ্য করে পাল্টা চার-পাঁচটি গুলি ছুড়ে মিয়ানমারের নাগাকুরা দ্বীপে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে দুটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। ওই বস্তার ভেতরে ২ লাখ ইয়াবা পাওয়া যায়। 

লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার আরও বলেন, জব্দকৃত ইয়াবা পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মাদকদ্রব্যের প্রতিনিধি, গণ্যমান্য ও সংবাদকর্মীদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুরোনো রাউটার ফেলে না দিয়ে যে কাজে ব্যবহার করতে পারেন

পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত: ব্রিটিশ বিশ্লেষক

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত