Ajker Patrika

কক্সবাজারে হোটেলকক্ষ থেকে এবার মা-শিশুর মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারে হোটেলকক্ষ থেকে এবার মা-শিশুর মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোনের কলাতলী এলাকার সী আলিফ হোটেল থেকে এবার এক নারী ও তাঁর আট মাস বয়সী কন্যার মরদেহ উদ্ধার করা হয়েছে। 

আজ শুক্রবার বেলা আড়াইটার দিকে হোটেলটির ৪১১ নম্বর কক্ষ থেকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে। 

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, জরুরি সেবা নম্বর ৯৯৯ থেকে ফোনকল পেয়ে মরদেহ দুটি উদ্ধার করা হয়। হোটেলের নিবন্ধন বইয়ে নারীর নাম লেখা হয়েছে সুমা দে (৩৬)। স্বামীর নাম জেমিন বিশ্বাস। ঠিকানা চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বানীগ্রাম উল্লেখ করা হয়েছে। 

সী আলিফের ব্যবস্থাপক এসএম ইসমাইল জানিয়েছেন, গত ১৪ ফেব্রুয়ারি সকালে তিন সন্তানসহ স্বামী-স্ত্রী পরিচয়ে তাঁরা ৪১১ নম্বর কক্ষে ওঠেন। আজ কক্ষ ছেড়ে দেওয়ার কথা ছিল। কিন্তু বেলা সাড়ে ১১টা পর্যন্ত কেউ যোগাযোগ না করলে এক কর্মচারী ওই কক্ষে যান। তখন নারী ও শিশুর মরদেহ পড়ে থাকতে দেখে তাঁরা পুলিশকে খবর দেন। স্বামী পরিচয় দেওয়া জেমিন দুই সন্তান নিয়ে পলাতক রয়েছেন। 

কক্সবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড ধরে নিয়ে পুলিশ তদন্ত করছে। হোটেলে যে পরিচয় দেওয়া হয়েছে তা যাচাই করা হচ্ছে। ঘটনাস্থলে থানা-পুলিশের পাশাপাশি সিআইডির টিম হত্যার রহস্য জানতে কাজ শুরু করেছে। মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’ 

এর আগে গত বুধবার শহরের প্রধান সড়কের বাজারঘাটা এলাকার ‘সি বার্ড’ নামের একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে জেসমিন আক্তার (২৭) নামের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

সেদ্ধ ডিমের খোসা ছাড়ানোর সহজ উপায় জানালেন বিজ্ঞানীরা

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত