Ajker Patrika

র‍্যাবের কাছ থেকে ছাড়িয়ে নিতে ৭০ হাজার টাকা, প্রতারক চক্র আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
র‍্যাবের কাছ থেকে ছাড়িয়ে নিতে ৭০ হাজার টাকা, প্রতারক চক্র আটক

চট্টগ্রামে র‍্যাবের কাছ থেকে আসামি ছাড়িয়ে নেওয়ার কথা বলে ৭০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে একটি প্রতারক চক্রের ছয়জনকে আটক করেছে র‍্যাব।

গত বৃহস্পতিবার ও শুক্রবার নগরের বায়েজিদে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

আটককৃতরা হলেন—দুই সহোদর রুবেল হোসেন (৩৬) ও মানিক হোসেন (৩৮), নজরুল ইসলাম (৪৫), মিজানুর রহমান (৩৪), নীরব (২১) ও আবু তৈয়ব সিদ্দিকী মিঠু (৪৯)।

র‍্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার এ ব্যাপারে আজ শনিবার বলেন, গত ২৬ জুন জাল দলিল স্ট্যাম্প মজুত ও বিক্রির অপরাধে ইদ্রিস পাটোয়ারী (৫৫) নামের এক ব্যক্তিকে আটক করে র‍্যাব-৭। ওই ঘটনার পর রুবেল নামের এক ব্যক্তি র‍্যাবের ক্যাম্প কমান্ডারের ড্রাইভার ও র‍্যাব সদস্য পরিচয় দিয়ে ইদ্রিস পাটোয়ারীকে ছাড়িয়ে নেওয়ার কথা বলে ৭০ হাজার টাকা আত্মসাৎ করেন। বিকাশের মাধ্যমে এই টাকার লেনদেন হয়।

র‍্যাব কর্মকর্তা নুরুল আবছার বলেন, টাকা দেওয়ার পর ইদ্রিস পাটোয়ারী বাসায় ফিরে না আসায় তাঁর স্ত্রীর সন্দেহ হয়। পরে তিনি ডবলমুরিং থানা ও র‍্যাব অফিসে যোগাযোগ করে জানতে পারেন, ইদ্রিসের বিরুদ্ধে মামলা হয়েছে। পরে তিনি র‍্যাব কার্যালয়ে ঘটনাটি খুলে বলেন।

র‍্যাব অনুসন্ধান করে ঘটনার সত্যতা পেয়ে অভিযান চালিয়ে রুবেলসহ প্রতারক চক্রের ছয়জনকে আটক করে। তাঁরা দীর্ঘদিন ধরে এ ধরনের প্রতারণার সঙ্গে জড়িত। নুরুল আবছার বলেন, ‘আটক ব্যক্তিদের মধ্যে মানিক হোসেন খুলশী থানার একটি মামলার এজাহারভুক্ত পলাতক আসামি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত