Ajker Patrika

ডিবি পরিচয়ে ট্রেন পরিচালককে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২২ অক্টোবর ২০২২, ২১: ১২
ডিবি পরিচয়ে ট্রেন পরিচালককে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ

চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ডিবি পরিচয়ে ট্রেন পরিচালক ইমরুল কায়েসকে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। ইমরুল কায়েস নাজিরহাটগামী ডেমু ট্রেন পরিচালনার দায়িত্বে ছিলেন।

চট্টগ্রাম স্টেশন মাস্টারকে অবহিত করা একটি পত্রে বলা হয়, সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে নাজিরহাটগামী ডেমু ট্রেনে দায়িত্ব পালন করতে আসেন ইমরুল কায়েস। ওই সময় সাদা পোশাকে চার-পাঁচজনের একটি টিম ডিবি পরিচয়ে তুলে নিয়ে যান বলে জানান মো. মিজান নামে এক শ্রমিক।

চট্টগ্রাম স্টেশনের ব্যবস্থাপক রতন কুমার চৌধুরী আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ইমরুল কায়েস ডেমু ট্রেনের পরিচালক ছিলেন। সন্ধ্যার দিকে ডিবি পরিচয়ে তাঁকে তুলে নিয়ে যাওয়া হয়। এখনো তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি।’

তবে একটি সূত্র জানিয়েছে, ডিবি চট্টগ্রামের দক্ষিণের একটি টিম তাঁকে তুলে নিয়ে যায়। এ বিষয়ে জানতে চাইলে দক্ষিণের এডিসি (পিআর অ্যান্ড আইসিটি) পঙ্কজ দত্ত আজকের পত্রিকাকে বলেন, ‘কোনো জোনের ডিবি পুলিশ ট্রেন পরিচালককে তুলে নিয়ে যায়নি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত