Ajker Patrika

কুমিল্লায় দুই পক্ষের সংঘর্ষ, যুবককে কুপিয়ে হত্যা

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ১৫ জুলাই ২০২৩, ১১: ০৮
কুমিল্লায় দুই পক্ষের সংঘর্ষ, যুবককে কুপিয়ে হত্যা

কুমিল্লা আদর্শ সদর উপজেলার আমড়াতলীর মাঝিগাছা এলাকার এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (১৪ জুলাই) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত যুবক শহিদুল ইসলাম কাউছার (১৮) নগরীর ৩ নম্বর ওয়ার্ডের বিষ্ণুপুর এলাকার শওকত হোসেনের ছেলে। 

এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কামরান হোসেন। 

স্থানীয়রা জানান, বিকেল সাড়ে ৩টায় সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের মধ্যম মাঝিগাছা এলাকার সিঙ্গাপুর গলিতে দুই পক্ষ একবার সংঘর্ষে জড়ায়। পরে দুই পক্ষই ঘটনাস্থল থেকে সরে এসে আরও প্রস্তুতি নিয়ে ঘটনাস্থলে যায়। বিকেলে সাড়ে ৫টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন কাউছার। স্থানীয়রা তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মারুফ নামে আরও এক যুবক আহত হন। 

স্থানীয় ইউপি সদস্য মো. হাফিজুল ইসলাম বলেন, ‘মাদকসংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হাতে খুন হন কাউছার। এই এলাকায় মাদক কারবারিদের তৎপরতা বেশি। দুই পক্ষই মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িত।’

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কামরান হোসেন বলেন, ‘আমরা বিষয়টি তদন্ত করছি। স্থানীয় সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত