Ajker Patrika

‘ইবা কি কোটিপতির পোয়া?’

মহেশখালী প্রতিনিধি, কক্সবাজার থেকে 
আপডেট : ৩১ জানুয়ারি ২০২২, ১৩: ৩০
‘ইবা কি কোটিপতির পোয়া?’

দু’হাতে নিহত সন্তানের চারটি ছবি নিয়ে হু হু করে কাঁদছিলেন টেকনাফ সদর ইউনিয়নের ডেইলপাড়ার বাসিন্দা পঞ্চাশোর্ধ্ব হালিমা বেগম। বারবার বিলাপ করে বলছিলেন, ‘ইবা কি কোটিপতির পোয়া? আঁর পোয়া রিকশা চালাইতো, তাঁর হন দুষ নোয়াছিল।’ (এটা কি কোটিপতির ছেলে? আমার ছেলে রিকশা চালাতো, তার কোন দোষ ছিল না।) 

নিজের সন্তানের ছবি দেখিয়ে কেঁদে কেঁদে হালিমা বলেন, তাঁর নিরপরাধ ছেলেকে হত্যা করেছেন প্রদীপ। তাঁর ফাঁসি চান। সেই সঙ্গে সিনহা হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি চান তিনি। 

শুধু হালিমা বেগমই নন। উখিয়া ও টেকনাফের এরকম অনেকে আজ সোমবার সকাল ১১টায় আদালত প্রাঙ্গণে সিনহা হত্যা মামলায় অভিযুক্ত ওসি প্রদীপসহ সকল আসামির সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করছেন। 

ভুক্তভোগী হালিমা বেগম বলেন, তাঁর ছেলে মো. আজিজ (২০) একজন রিকশাচালক ছিলেন। ২০১৯ সালে গ্রামের একটি চায়ের দোকান থেকে তাঁকে ধরে নিয়ে যায় ওসি প্রদীপ। পরবর্তীতে ছয় লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ভিটে বাড়ি বন্ধক দিয়ে দাবিকৃত টাকা দিয়েও রক্ষা পায়নি তাঁর ছেলে। আজিজকে ক্রসফায়ার দিয়ে হত্যা করেছেন প্রদীপ। তিন দিন পর কক্সবাজার সদর হাসপাতালে আজিজের মরদেহের সন্ধান পাওয়া যায়। এ ঘটনায় থানায় মামলা করতে গিয়েও মামলা নেয়নি তৎকালীন থানা-পুলিশ। 

এদিকে বেলা যত গড়িয়ে আসছে আদালত প্রাঙ্গণে ততই ভিড় করছেন ভুক্তভোগী ও উৎসুক জনতা। দুপুরে আলোচিত এ মামলার রায়ের জন্য নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত