Ajker Patrika

চাঁদা না পেয়ে বাড়ির মালিককে গুলি, গ্রেপ্তার ৩ 

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ১১: ৫৪
চাঁদা না পেয়ে বাড়ির মালিককে গুলি, গ্রেপ্তার ৩ 

বসতঘর নির্মাণে ঠিকাদারি কাজ ও চাঁদার টাকা না পেয়ে বাড়ির মালিক রহমত উল্যাহকে (৬০) গুলি করার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারভুক্ত ৩ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি বন্দুক উদ্ধার করা হয়। গতকাল শনিবার ঢাকার বংশাল থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন—ছয়ানি ইউনিয়নের গঙ্গাবর গ্রামের মমিনুল হকের ছেলে জোবায়ের, দোয়ালিয়া গ্রামের কাবিল হোসেনের ছেলে ফরহাদ একং একই গ্রামের আবদুল মন্নানের ছেলে রাসেল। 

পুলিশ জানায়, নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানি ইউনিয়নে রহমত উল্যাহ তাঁর বসতবাড়িতে একটি ভবন নির্মাণ করছিলেন। ওই ভবনের বিদ্যুতের কাজ অথবা ২ লাখ টাকা চাঁদা দাবি করেন গ্রেপ্তারকৃত আসামিসহ কয়েকজন। কিন্তু তাঁদের কাজ দিতে অপারগতা প্রকাশ করায় ক্ষিপ্ত হয়ে গত মঙ্গলবার সকালে রহমতের ঘরের ছাদের কাজ করার সময় রকি, ফরহাদ ও জোবায়েরের নেতৃত্বে ওই বাড়িতে হামলা চালিয়ে রহমতের বুকে অস্ত্র ঠেকিয়ে গুলি করেন তাঁরা। এরপর আহত রহমতকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন। এরপর আহতের ভাই বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত একাধিক ব্যক্তিকে আসামি করে একটি মামলা দায়ের করেন। 

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। বাড়ির মালিক রহমতকে গুলি করার পর থেকে গ্রেপ্তারকৃত আসামিরা আত্মগোপনে ছিলেন। গ্রেপ্তারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে জোবায়েরের স্বীকারোক্তি মোতাবেক ছয়ানী ২ নম্বর ওয়ার্ডের আসামি জোবায়ের বসতঘরের সিলিংয়ের ওপর থেকে দেশে তৈরি একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত