Ajker Patrika

প্রদীপ ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির মামলার রায় আজ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২৭ জুলাই ২০২২, ১১: ২০
প্রদীপ ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির মামলার রায় আজ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় প্রদীপ কুমার দাশ ও তাঁর স্ত্রী চুমকির বিরুদ্ধে আজ বুধবার রায় ঘোষণা করা হবে। চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল জজ মুন্সী আব্দুল মজিদের আদালতে এ মামলার রায় ঘোষণা করার কথা রয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মাহমুদুল হক মাহমুদ এ তথ্য জানিয়েছেন। 

দুদকের আইনজীবী আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা আগেই যুক্তিতর্ক উপস্থান শেষ করেছি। গত ১৮ জুলাই আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। পরে ওই দিন আদালতের বিচারক ২৭ জুলাই রায় ঘোষণার দিন ধার্য করেন। আদালতের আদেশ অনুযায়ী আজ বুধবার চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল জজ আদালতে ওই মামলার রায় ঘোষণা করা হবে।’

আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৩ আগস্ট দুদকের সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-২-এর তৎকালীন সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন বাদী হয়ে প্রদীপ ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় তাঁদের বিরুদ্ধে ৩ কোটি ৯৫ লাখ ৫ হাজার ৬৩৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন ও মানি লন্ডারিংয়ের অভিযোগ আনা হয়। ওই মামলায় গত ২৬ জুলাই আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা। মামলা দায়েরের পর প্রদীপ কুমারের স্ত্রী চুমকি করণ পলাতক ছিলেন। গত ২৩ মে তিনি আদালতে আত্মসমর্পণ করেন। অন্যদিকে প্রদীপ কুমার দাশ মেজর সিনহা হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লতিফ সিদ্দিকী, ঢাবি অধ্যাপক কার্জনসহ ডিবি হেফাজতে ১৫ জন সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে লতিফ সিদ্দিকী অবরুদ্ধ, নেওয়া হলো পুলিশি হেফাজতে

আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, ঢাবি শিক্ষক কার্জনসহ ১১ জন ডিবি হেফাজতে

পুলিশের ওপর ৪ দফা হামলা, গাজীপুরের শীর্ষ সন্ত্রাসীকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

বড় ভাইসহ ডিবি হেফাজতে থাকা সবার সসম্মানে মুক্তি চাই: কাদের সিদ্দিকী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত