Ajker Patrika

শাহ আমানতে বিমানের সিটের নিচে মিলল সাড়ে ৪ কেজি স্বর্ণ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৪, ২১: ৩৩
শাহ আমানতে বিমানের সিটের নিচে মিলল সাড়ে ৪ কেজি স্বর্ণ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে সিটের নিচ থেকে সাড়ে চার কেজি স্বর্ণ উদ্ধারের ঘটনা ঘটেছে। 

আজ শনিবার চট্টগ্রাম বিমানবন্দরের কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা এসব স্বর্ণ উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ৩ কোটি ৮৫ লাখ ৯৩ হাজার টাকা। 

এ বিষয়ে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, চট্টগ্রামের রাজস্ব কর্মকর্তা মো. আল আমিন প্রধান জানান, ওই ফ্লাইটের ১৯-এ, ১৮-বি, ১৭-বি ও ১১-ই আসনের লাইফ জ্যাকেটের মধ্যে কৌশলে সোনার গয়নাগুলো লুকিয়ে রাখা ছিল। তল্লাশিতে ৬৯টি চুড়ি, ১১টি চেইন,৩টি লকেট ও ২টি রিং পাওয়া গেছে। 

আজ সকাল ৮টা ৭ মিনিটে গোপন সূত্রে খবর পেয়ে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরে যৌথ দল এই অভিযান পরিচালনা করে। এ সময় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটের ভেতর থেকে স্বর্ণগুলো উদ্ধার করা হয়। 

রাজস্ব কর্মকর্তা আল আমিন জানান, যেসব আসনের নিচ থেকে এসব সোনা উদ্ধার করা হয়েছে, সেগুলোতে কোনো যাত্রী ছিলেন না। পরিত্যক্ত অবস্থায় সোনা উদ্ধারের এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত