Ajker Patrika

কুমিল্লায় নদীর পাড়ের মাটি কাটায় লাখ টাকা জরিমানা

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি 
কুমিল্লায় নদীর পাড়ের মাটি কাটায় লাখ টাকা জরিমানা

কুমিল্লার তিতাসে গোমতী নদীর পাড়ের মাটি কেটে নেওয়ার অপরাধে এম এম বি নামের একটি ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার দুপুরে উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের দড়িকান্দি এলাকায় এই জরিমানার ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন তিতাস উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিক উর রহমান। তিনি বলেন, ‘নদীর পাড়ের মাটি কাটা ও ফসলি জমি থেকে মাটি কাটা বন্ধে আমাদের অভিযান অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় আজ দড়িকান্দিতে গোমতী নদীর পাড়ে অভিযান পরিচালনা করে এম এম বি ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা করেছি।’ 

সহকারী কমিশনার আরও বলেন, ‘গোমতী নদীর তীর এলাকায় প্রতিটি ইটভাটার মালিককে সতর্ক করে দিয়েছি, যাতে কেউ নদীর পাড়ের মাটি না কাটেন।’ 

এর আগে আজকের পত্রিকাসহ বিভিন্ন গণমাধ্যমে ‘গোমতীর পাড়ের মাটি যাচ্ছে ইটভাটায়’ শিরোনামে সংবাদ প্রকাশিত হলে স্থানীয় প্রশাসন নড়েচড়ে বসেন। দ্রুত সময়ে ওই এলাকায় অভিযান চালানো হয়েছে। 

উপজেলার দুলারামপুর গ্রামের মুক্তিযোদ্ধা শহিদ উল্লাহ বলেন, ‘মুক্তিযোদ্ধা হিসেবে দড়িকান্দি চরে আমাকে ১৫ শতক জমি বন্দোবস্ত দিয়েছে সরকার, ওই জমির মাটিও ইটভাটার মালিক কেটে নিয়ে গেছে। আমি কয়েকবার বারণ  করেছি মাটি না নেওয়ার জন্য কিন্তু আমার কথা তিনি শোনেননি। আজ প্রশাসন এসে জরিমানা করেছে শুনেছি, এতে আমি বিচার পেয়েছি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত