Ajker Patrika

কর্ণফুলীতে রাস্তার পাশ থেকে কিশোরের গলাকাটা লাশ উদ্ধার

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
কর্ণফুলীতে রাস্তার পাশ থেকে কিশোরের গলাকাটা লাশ উদ্ধার

চট্টগ্রামের কর্ণফুলীতে মোহাম্মদ আরিফ (১৬) নামের এক কিশোরের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। 

আজ শুক্রবার সকাল নয়টায় উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের নিমতলা বড়বিল এলাকার রাস্তার পাশের কৃষি জমি থেকে লাশটি উদ্ধার করা হয়। 

নিহত অটোরিকশা চালক আরিফ কক্সবাজার জেলার মহেশখালী কালামারছড়ার মৌলানা আব্দুর রহমানের ছেলে। দীর্ঘদিন ধরে চরপাথর ঘাটা ইউনিয়নের ইছানগর এলাকায় একটি ভাড়া বাসায় থাকত সে। 

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন বলেন, প্রতিদিনের মতো ইছানগর এলাকার সম্রাট গ্যারেজের জাহেদ নামে এক ব্যক্তির কাছ থেকে গতকাল বৃহস্পতিবার বিকেলে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বের হয়েছিল আরিফ। পরদিন শুক্রবার সকাল সাড়ে ৮টায় পথচারীরা তাঁর গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। 

তিনি আরও বলেন, ওই কিশোরের গলা কাটা ছিল। মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত