Ajker Patrika

মেয়ের বান্ধবীকে ধর্ষণের চেষ্টা, মামলা

প্রতিনিধি, আমতলী (বরগুনা) 
মেয়ের বান্ধবীকে ধর্ষণের চেষ্টা, মামলা

মেয়ের বান্ধবীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল শুক্রবার রাতে আমতলী থানায় এ মামলা হয়। পুলিশ অভিযুক্ত তোতা মিয়াকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছেন। 

জানা গেছে, যশোর জেলার কোতয়ালি থানার নাজির সঙ্কপুর এলাকার আনোয়ার খানের ছেলে তোতা মিয়া মোটর সাইকেল মিস্ত্রি। আমতলী উপজেলার মহিষকাটা বাসস্ট্যান্ডে কাজ করেন। কাজের সুবাদে তিনি পরিবার পরিজন নিয়ে মহিষকাটা বাসস্ট্যান্ডে একটি ভাড়া বাসায় থাকেন। তাঁর মেয়ে চুনাখালী মাধ্যমিক বিদ্যালয়ে ১০ শ্রেণিতে পড়ে। একই শ্রেণিতে পড়ুয়া মেয়ের বান্ধবী তাঁর বাসায় আসা যাওয়া করতো। তাবে প্রায়ই তিনি কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। মেয়েটি তার পরিবারের কাছে বিষয়টি জানায়। এতে ক্ষিপ্ত হন তোতা মিয়া। এক মাস ধরে ওই মেয়ে বাসায় আসা বন্ধ করে দেয়। গতকাল শুক্রবার মেয়েটি তার এক আত্মীয়ের বাড়ি থেকে মহিষকাটা আসতেছিল। ওই দিন সন্ধ্যায় রায়বালা সড়কের নির্জন স্থানে মেয়েটিকে ধরে রাস্তার পাশে নিয়ে ধর্ষণের চেষ্টা চালান তোতা। চিৎকারে লোকজন ছুটে এলে তোতা মিয়া পালিয়ে যান। এ ঘটনায় রাতেই মেয়ের নানা বাদী হয়ে আমতলী থানায় ধর্ষণ চেষ্টা মামলা করেন। 

পুলিশ অভিযুক্ত তোতা মিয়াকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছেন বলে জানিয়েছেন ওসি শাহ আলম হাওলাদার। 

মেয়েটির নানা বলেন, তোতার মেয়ে মীম ও আমার নানতি একসঙ্গে লেখাপড়া করে। লেখাপড়ার সুবাদে নাতনি বান্ধবীর সঙ্গে তার বাসায় যেত। ওই সুযোগে আমার নাতনিকে তোতা মিয়া কুপ্রস্তাব দেয়। কিন্তু আমার নাতনি তার প্রস্তাবে রাজি হয়নি। এতে ক্ষিপ্ত হয়ে আমার নাতনিকে তোতা ধর্ষণ চেষ্টা চালিয়েছে। আমি এ ঘটনার বিচার চাই। 

আমতলী থানার ওসি মো. শাহ আলম হাওলাদার বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। তোতা মিয়াকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত