Ajker Patrika

হাতুড়িপেটার ঘটনায় মামলা, যুবক গ্রেপ্তার

আমতলী (বরগুনা) প্রতিনিধি
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪, ০৯: ৪৩
হাতুড়িপেটার ঘটনায় মামলা, যুবক গ্রেপ্তার

বরগুনার আমতলীতে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মা-বাবাকে হাতুড়িপেটার ঘটনায় সাতজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গত শুক্রবার রাতে স্কুলছাত্রীর মা বাদী হয়ে এই মামলা করেন। গতকাল শনিবার দুপুরে পুলিশ আসামি ছালাম আকনকে গ্রেপ্তার করেছে। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের একটি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রীকে এক বছর ধরে জাহিদ মোল্লা উত্ত্যক্ত করে আসছেন। তিন মাস আগে ওই স্কুলছাত্রীকে একবার তিনি বাড়ি থেকে তুলেও নিয়ে যান। সর্বশেষ গত বুধবার সকালে স্কুলে যাওয়ার পথে ওই ছাত্রীকে জাহিদ মোল্লা আবার উত্ত্যক্ত করেন। এ ঘটনার প্রতিবাদ করায় মেয়ের বাবা ও অন্তঃসত্ত্বা মাকে সালিস বৈঠকের কথা বলে বখাটে জাহিদের খালু সজল আকন ডেকে নেন। পরে সজল আকন, ছালাম আকন, সাইফুল মোল্লা ও বখাটে জাহিদ মোল্লা তাঁদের হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেন। এ ঘটনায় শুক্রবার রাতে আমতলী থানায় মেয়ের মা বাদী হয়ে সাতজনের নামে মামলা করেন। ঘটনার দিনই ছালাম আকনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, আসামি ছালাম আকনকে গ্রেপ্তার করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

১৯৪৭ থেকে ২০২৫: ভারত-পাকিস্তান যুদ্ধ ও ফলাফল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত