Ajker Patrika

পাথরঘাটায় মাটি খুঁড়ে মা ও মেয়ের মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

প্রতিনিধি, পাথরঘাটা (বরগুনা) 
আপডেট : ০৩ জুলাই ২০২১, ১৫: ১৩
পাথরঘাটায় মাটি খুঁড়ে মা ও মেয়ের মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

বরগুনার পাথরঘাটায় স্ত্রী সুমাইয়া (১৮) ও নয় মাস বয়সী মেয়ে সামিরা আক্তার জুঁইকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার অভিযোগ উঠেছে স্বামী সাহিন মুন্সীর (২০) বিরুদ্ধে। আজ শনিবার সকাল ১০টার দিকে বাড়ির পার্শ্ববর্তী খালের পাড় থেকে মাটি খুঁড়ে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে পাথরঘাটা থানার পুলিশ। ঘটনার পর থেকেই স্বামী পলাতক রয়েছেন।

সাহিন মুন্সী উপজেলার পূর্ব হাতেমপুর গ্রামের খলিলুর রহমান মুন্সীর ছেলে।

স্থানীয় রাজ্জাক বাদশাহ জানান, দীর্ঘদিন ধরে সাহিন ও সুমাইয়ার মধ্যে পারিবারিক কলহ চলছিল। বিয়ের আগে তাঁদের সম্পর্ক ছিল। সেই সময় তাঁদের বাচ্চার জন্ম হয়। এ ঘটনায় পাঁচ মাস কারাভোগের পর আদালতের মাধ্যমে সাহিন ও সুমাইয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাঁদের পারিবারিক কলহ চলতে থাকে। এ নিয়ে বেশ কয়েকবার সালিস বৈঠক হয়েছে।

রাজ্জাক আরও জানান, গত বুধবার দুপুরে সুমাইয়ার বাবার বাড়িতে তাঁদের দাওয়াত ছিল। কিন্তু সাহিন সেখানে যাননি। দুপুরে দাওয়াত খেয়ে সুমাইয়া তাঁর স্বামীর বাড়িতে আসার পর থেকেই তাঁকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। ঘটনাটি বৃহস্পতিবার থানার পুলিশকে জানালে তারা বিভিন্ন স্থানে খোঁজ নেয়। এরপর থেকেই সাহিনকে আর খুঁজে পাওয়া যায়নি এবং মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

পাথরঘাটা থানার ওসি মো. আবুল বাশার জানান, শনিবার সকালে স্থানীয়রা সাহিনের বাড়ির পাশে একটি নতুন গর্ত দেখে থানায় খবর দেন। এরপর ঘটনাস্থলে এসে গর্ত খুঁড়ে দড়িতে হাত–পা বাঁধা ভাঁজ করা অবস্থায় মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে সুরতহাল করা হয়।

পাথরঘাটা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল হোসেন সরকার জানান, ঘটনার পর থেকেই স্বামী পলাতক রয়েছেন। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে বুধবার রাতের কোনো এক সময় তাঁদের মেরে মাটিচাপা দেন সাহিন। তাঁকে আটক করতে চেষ্টা চলছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সাহিনের মা, দাদি ও মামাতো ভাইকে আটক করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

সিঙ্গাপুরে স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ৭ হাজার টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত