আমতলী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার আমতলী উপজেলার মধ্যচন্দ্রা গ্রামের নির্মাণশ্রমিক আব্দুর রাজ্জাক মাতুব্বরকে চোর সন্দেহে আটকে রেখে কবির হাওলাদারসহ তাঁর সহযোগীরা অমানুষিক নির্যাতন করেছেন বলে অভিযোগ উঠেছে। নির্যাতনের একটি ভিডিও গতকাল বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
জানা গেছে, উপজেলার মধ্যচন্দ্রা গ্রামের শানু মাতুব্বরের ছেলে আব্দুর রাজ্জাক মাতুব্বর (২০) মাসিক চুক্তিতে আমতলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মো. মতিয়ার রহমানের নির্মাণশ্রমিক হিসেবে কাজ করে আসছেন। বুধবার দুপুরে রাজ্জাক পৌর শহরের পুরাতন বাজার এলাকায় ড্রেন নির্মাণের কাজ করছিলেন। এ সময় ওই এলাকার মুরগি ব্যবসায়ী কবির হাওলাদার (৩৮), আল ফাহাদ (৪০), মনিরুল ইসলাম (৪০) ও শহীদ গাজী (৪৫) চোর সন্দেহে রাজ্জাককে ধরে নিয়ে যান। পরে প্রয়াত অমল পালের চালের গোডাউনে আটকে রেখে তাঁকে বেধড়ক মারধর করেন। প্রায় আড়াই ঘণ্টা আটকে রেখে নির্যাতন চালান তাঁরা। পরে চালের গোডাউন থেকে কবির হাওলাদার ও তাঁর সহযোগীরা স্থানীয় হাবিব হোটেলে নিয়ে পুনরায় মারধর করেন—এমন অভিযোগ আব্দুর রাজ্জাকের।
খবর পেয়ে রাজ্জাকের ভাই মো. সামসুল আলম মাতুব্বর ঘটনাস্থলে গেলে তাঁকেও তাঁরা মারধর করেন। পরে পুলিশ গিয়ে আব্দুর রাজ্জাককে উদ্ধার করে থানায় নিয়ে আসে। ওই দিন রাতে স্বজনেরা তাঁকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় বুধবার রাতে আমতলী থানায় কবির হাওলাদারকে প্রধান আসামি করে আব্দুর রাজ্জাকের ভাই মো. সামসুল আলম মাতুব্বর চারজনের নামে থানায় অভিযোগ দিয়েছেন। এদিকে ওই দিন রাত ১০টার দিকে চোর সন্দেহে আব্দুর রাজ্জাককে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিও ভাইরাল হওয়ার পর কবির হাওলাদারসহ ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি দাবি করেছে সচেতন মহল। অভিযোগ রয়েছে, কবির হাওলাদার আমতলী থানার কিছু পুলিশ সদস্যের ছত্রচ্ছায়ায় মানুষকে বিভিন্নভাবে হয়রানি করে আসছে।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তানভির সাহারিয়ার বলেন, ‘রাজ্জাকের দুই পায়েই ফোলা জখমের চিহ্ন রয়েছে। তাঁকে এক্স-রে করতে বলা হয়েছে। এক্স-রে প্রতিবেদন পেলে বলা যাবে।’
আমতলী পৌর মেয়র মো. মতিয়ার রহমান বলেন, ‘রাজ্জাক পৌরসভার অস্থায়ী নির্মাণশ্রমিক। তাঁকে অমানুষিক নির্যাতন করা হয়েছে। কবির হাওলাদারসহ ঘটনার সঙ্গে জড়িত সবার দ্রুত শাস্তি দাবি করছি।’
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মিজানুর রহমান বলেন, ‘বিষয়টি আমি জেনেছি। ভিডিও ফুটেজ দেখে ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।’
এদিকে ঘটনায় জড়িত কবির হাওলাদারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
বরগুনার আমতলী উপজেলার মধ্যচন্দ্রা গ্রামের নির্মাণশ্রমিক আব্দুর রাজ্জাক মাতুব্বরকে চোর সন্দেহে আটকে রেখে কবির হাওলাদারসহ তাঁর সহযোগীরা অমানুষিক নির্যাতন করেছেন বলে অভিযোগ উঠেছে। নির্যাতনের একটি ভিডিও গতকাল বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
জানা গেছে, উপজেলার মধ্যচন্দ্রা গ্রামের শানু মাতুব্বরের ছেলে আব্দুর রাজ্জাক মাতুব্বর (২০) মাসিক চুক্তিতে আমতলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মো. মতিয়ার রহমানের নির্মাণশ্রমিক হিসেবে কাজ করে আসছেন। বুধবার দুপুরে রাজ্জাক পৌর শহরের পুরাতন বাজার এলাকায় ড্রেন নির্মাণের কাজ করছিলেন। এ সময় ওই এলাকার মুরগি ব্যবসায়ী কবির হাওলাদার (৩৮), আল ফাহাদ (৪০), মনিরুল ইসলাম (৪০) ও শহীদ গাজী (৪৫) চোর সন্দেহে রাজ্জাককে ধরে নিয়ে যান। পরে প্রয়াত অমল পালের চালের গোডাউনে আটকে রেখে তাঁকে বেধড়ক মারধর করেন। প্রায় আড়াই ঘণ্টা আটকে রেখে নির্যাতন চালান তাঁরা। পরে চালের গোডাউন থেকে কবির হাওলাদার ও তাঁর সহযোগীরা স্থানীয় হাবিব হোটেলে নিয়ে পুনরায় মারধর করেন—এমন অভিযোগ আব্দুর রাজ্জাকের।
খবর পেয়ে রাজ্জাকের ভাই মো. সামসুল আলম মাতুব্বর ঘটনাস্থলে গেলে তাঁকেও তাঁরা মারধর করেন। পরে পুলিশ গিয়ে আব্দুর রাজ্জাককে উদ্ধার করে থানায় নিয়ে আসে। ওই দিন রাতে স্বজনেরা তাঁকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় বুধবার রাতে আমতলী থানায় কবির হাওলাদারকে প্রধান আসামি করে আব্দুর রাজ্জাকের ভাই মো. সামসুল আলম মাতুব্বর চারজনের নামে থানায় অভিযোগ দিয়েছেন। এদিকে ওই দিন রাত ১০টার দিকে চোর সন্দেহে আব্দুর রাজ্জাককে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিও ভাইরাল হওয়ার পর কবির হাওলাদারসহ ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি দাবি করেছে সচেতন মহল। অভিযোগ রয়েছে, কবির হাওলাদার আমতলী থানার কিছু পুলিশ সদস্যের ছত্রচ্ছায়ায় মানুষকে বিভিন্নভাবে হয়রানি করে আসছে।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তানভির সাহারিয়ার বলেন, ‘রাজ্জাকের দুই পায়েই ফোলা জখমের চিহ্ন রয়েছে। তাঁকে এক্স-রে করতে বলা হয়েছে। এক্স-রে প্রতিবেদন পেলে বলা যাবে।’
আমতলী পৌর মেয়র মো. মতিয়ার রহমান বলেন, ‘রাজ্জাক পৌরসভার অস্থায়ী নির্মাণশ্রমিক। তাঁকে অমানুষিক নির্যাতন করা হয়েছে। কবির হাওলাদারসহ ঘটনার সঙ্গে জড়িত সবার দ্রুত শাস্তি দাবি করছি।’
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মিজানুর রহমান বলেন, ‘বিষয়টি আমি জেনেছি। ভিডিও ফুটেজ দেখে ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।’
এদিকে ঘটনায় জড়িত কবির হাওলাদারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
১৭ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
১৯ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
২০ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫