পটুয়াখালীর বাউফল উপজেলা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
বাউফল উপজেলা শিক্ষা কর্মকর্তা নাজমুল হকের বিরুদ্ধে অভিযোগ, গত ২৮ ডিসেম্বর উত্তর মদনপুরা ইসলামিয়া দাখিল মাদ্রাসা পরিদর্শনের জন্য নিজের অফিস সহকারীর কাছে ঘুষ দাবি করেছেন।
লিখিত অভিযোগে বলা হয়, ওই পরিদর্শনের প্রত্যয়নপত্র প্রস্তুত করে শিক্ষা কর্মকর্তার স্বাক্ষর নিতে যান অফিস সহকারী জালাল উদ্দিন। এ সময় মাদ্রাসা কর্তৃপক্ষ টাকাপয়সা দিয়েছে কি না জানতে চান শিক্ষা কর্মকর্তা। জবাবে জালাল উদ্দিন বলেন, মাদ্রাসাটি তাঁর গ্রামের। তাই তিনি টাকাপয়সা নিতে পারেননি। তিনি যেন প্রত্যয়নপত্রে স্বাক্ষর করে দেন।
কিন্তু শিক্ষা কর্মকর্তা টাকা ছাড়া ওই প্রত্যয়নপত্র দিতে অপারগতা প্রকাশ করেন। বিষয়টি নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে অফিস সহকারীকে দেখে নেওয়ার হুমকি দেন তিনি। এ ব্যাপারে মঙ্গলবার জালাল উদ্দিন আহমেদ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
এ বিষয়ে জালাল উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষা কর্মকর্তা নাজমুল হকের স্বেচ্ছাচারিতার কারণে আমি অফিসে কাজ করতে পারছি না। তাঁর অনিয়ম-দুর্নীতির প্রতিবাদ করায় আমাকে চাকরিচ্যুত করার হুমকি দিয়েছেন।’
তবে ঘুষ দাবির অভিযোগ অস্বীকার করে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বলেন, ‘ওই মাদ্রাসা পরিদর্শন করে অনেক অসংগতি পেয়েছি। তাই প্রত্যয়নপত্র দেওয়া সম্ভব নয়। কিন্তু প্রত্যয়নপত্রের জন্য জালাল উদ্দিন আমাকে বাধ্য করতে চাচ্ছেন।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমিন বলেন, অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পটুয়াখালীর বাউফল উপজেলা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
বাউফল উপজেলা শিক্ষা কর্মকর্তা নাজমুল হকের বিরুদ্ধে অভিযোগ, গত ২৮ ডিসেম্বর উত্তর মদনপুরা ইসলামিয়া দাখিল মাদ্রাসা পরিদর্শনের জন্য নিজের অফিস সহকারীর কাছে ঘুষ দাবি করেছেন।
লিখিত অভিযোগে বলা হয়, ওই পরিদর্শনের প্রত্যয়নপত্র প্রস্তুত করে শিক্ষা কর্মকর্তার স্বাক্ষর নিতে যান অফিস সহকারী জালাল উদ্দিন। এ সময় মাদ্রাসা কর্তৃপক্ষ টাকাপয়সা দিয়েছে কি না জানতে চান শিক্ষা কর্মকর্তা। জবাবে জালাল উদ্দিন বলেন, মাদ্রাসাটি তাঁর গ্রামের। তাই তিনি টাকাপয়সা নিতে পারেননি। তিনি যেন প্রত্যয়নপত্রে স্বাক্ষর করে দেন।
কিন্তু শিক্ষা কর্মকর্তা টাকা ছাড়া ওই প্রত্যয়নপত্র দিতে অপারগতা প্রকাশ করেন। বিষয়টি নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে অফিস সহকারীকে দেখে নেওয়ার হুমকি দেন তিনি। এ ব্যাপারে মঙ্গলবার জালাল উদ্দিন আহমেদ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
এ বিষয়ে জালাল উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষা কর্মকর্তা নাজমুল হকের স্বেচ্ছাচারিতার কারণে আমি অফিসে কাজ করতে পারছি না। তাঁর অনিয়ম-দুর্নীতির প্রতিবাদ করায় আমাকে চাকরিচ্যুত করার হুমকি দিয়েছেন।’
তবে ঘুষ দাবির অভিযোগ অস্বীকার করে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বলেন, ‘ওই মাদ্রাসা পরিদর্শন করে অনেক অসংগতি পেয়েছি। তাই প্রত্যয়নপত্র দেওয়া সম্ভব নয়। কিন্তু প্রত্যয়নপত্রের জন্য জালাল উদ্দিন আমাকে বাধ্য করতে চাচ্ছেন।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমিন বলেন, অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
১৮ দিন আগেসবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
১৪ জুলাই ২০২৫এবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১২ জুলাই ২০২৫মোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
০৫ জুলাই ২০২৫