Ajker Patrika

গৌরনদীতে চাঁদাবাজির সময় ৫ জনকে ধরে পুলিশে দিল জনতা

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
গৌরনদীতে চাঁদাবাজির সময় ৫ জনকে ধরে পুলিশে দিল জনতা

বরিশালের গৌরনদী উপজেলার বাকাই বাজারে কয়েকটি মিষ্টির দোকানে কয়েকজন সাংবাদিক ও সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে স্থানীয় ব্যবসায়ী তরুলক্ষ নাথ নাগের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। এ সময় ব্যবসায়ীরা তাঁদের কৌশলে আটক করে গৌরনদী মডেল থানা–পুলিশকে খবর দেয়।

গতকাল বৃহস্পতিবার রাতে পুলিশ এ খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাঁদের আটক করে থানায় নেয়। আটকেরা হলেন আল মামুন, আব্বাস হাওলাদার, লিখন মুনশি, নাসির উদ্দিন তালুকদার ও এমদাদুল হক শেখ। গ্রেপ্তারকৃত সবার বাড়ি মাদারীপুর সদর থানায়।

এ ঘটনায় আজ শুক্রবার বাকাই বাজারের ব্যবসায়ী নাহিদ হাছান বাদী হয়ে ৫ জনকে আসামি করে মামলা করেছেন। শুক্রবার দুপুরে বরিশাল আদালতের মাধ্যমে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

মামলার বাদী বাকাই বাজারের মিষ্টি ব্যবসায়ী নাহিদ হাছান জানান, এক বছর আগে উল্লেখিত ব্যক্তিরা সাংবাদিক পরিচয় দিয়ে তার ব্যবসায় প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের ছবি তোলে। এরপর ভয়ভীতি দেখিয়ে ১ হাজার ২০০ টাকা নিয়ে যায়। পুনরায় গতকাল বৃহস্পতিবার তাঁরা মিলন বাড়ৈ ও তাকিফের দোকানের ছবি তুলে চাঁদা দাবি করে।

চাঁদা না দিলে ছবিগুলো বিভিন্ন পত্রিকাসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। এ ছাড়া একই বাজারের ব্যবসায়ী তরুলক্ষ নাথ নাগের কাছে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা পরিচয় দিয়ে বাড়ি ও দোকানের কাগজপত্র যাচাইয়ের নামে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। একপর্যায়ে তাঁদের কৌশলে আটক করে গৌরনদী মডেল থানা-পুলিশকে খবর দেয় স্থানীয়রা। মডেল থানার উপপরিদর্শক শাহজাহান বৃহস্পতিবার রাতে তাঁদের আটক করে থানায় নেয়।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন বলেন, এ ঘটনায় শুক্রবার বাকাই বাজারের ব্যবসায়ী নাহিদ হাছান বাদী হয়ে ৫ জনকে আসামি করে মামলা করেছেন। আজ শুক্রবার দুপুরে বরিশাল আদালতের মাধ্যমে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত