Ajker Patrika

করোনাবিধি লঙ্ঘন করায় ভিয়েতনামের এক নাগরিককে ৫ বছরের কারাদণ্ড

করোনাবিধি লঙ্ঘন করায় ভিয়েতনামের এক নাগরিককে ৫ বছরের কারাদণ্ড

করোনাবিধি লঙ্ঘন ও ভাইরাস ছড়িয়ে দেওয়ার অপরাধে ভিয়েতনামের এক নাগরিককে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। লে ভ্যান ট্রি (২৮) নামের ওই নাগরিককে কারাদণ্ডের সঙ্গে ৮৮০ ডলার জরিমানাও করা হয়েছে। এক দিনের ট্রায়েল শেষে দেশটির আদালত এ রায় দেন। 

ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, জুলাইয়ের প্রথম দিকে ট্রি নামের ওই ব্যক্তি হো চি মিন সিটি থেকে মোটরসাইকেলযোগে দেশের দক্ষিণে তার নিজ প্রদেশ চা মাউতে যান। তখন করোনাবিধি অনুযায়ী তাঁর ২১ দিন কোয়ারেন্টিন পালনের কথা থাকলেও তিনি তা মানেননি। স্বাস্থ্য বিষয়ক একটি ফরমেও তিনি সাম্প্রতিক ভ্রমণ ইতিহাস সম্পর্কে ভুল তথ্য দিয়েছেন। পরে তাঁর করোনা শনাক্ত হয় এবং জানা যায় তাঁর সংস্পর্শে এসেছেন এমন পরিবারের সদস্যের পাশাপাশি একটি কল্যাণ কেন্দ্রের কর্মী মিলে ৮ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এদের মধ্যে একজনের মৃত্যুও হয়। 

এ ঘটনায় আদালত আটজনের মাঝে 'বিপজ্জনক সংক্রামক রোগ ছড়িয়ে দেওয়ায়' দোষী সাব্যস্ত করে। 

প্রসঙ্গত, কিছুদিন আগে পর্যন্ত ভিয়েতনাম কঠোর নিষেধাজ্ঞা দিয়ে করোনা সংক্রমণ রোধে সফল হয়েছিল। তবে জুন থেকে ডেলটা ধরনের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ে। এ পর্যন্ত দেশটির ৫ লাখ ৩০ হাজার লোকের করোনা শনাক্ত হয়েছে, মারা গেছেন ১৩ হাজার ৩০০ জন। হো চি মিন সিটির অবস্থা দাঁড়ায় বেশি ভয়াবহ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাস্তি পাচ্ছেন বিটিআরসির মহাপরিচালকসহ ৩০ জনের বেশি কর্মকর্তা

ভূমি অফিসের কাণ্ড: এসি ল্যান্ড দপ্তরের নামে দেড় কোটি টাকা আদায়

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

বরখাস্ত সৈনিককে অস্ত্র দিয়েছেন বিএনপি নেতা, অডিও নিয়ে তোলপাড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত