নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গ্রেপ্তার হওয়া মডেল ও অভিনেত্রীদের সঙ্গে কথিত ভিডিও থাকার কথা বলে ব্যবসায়ীদের ব্ল্যাকমেইল ও চাঁদাবাজি করছে একটি চক্র। পুলিশের তালিকায় তাঁদের নাম আছে বলে চাঁদার জন্য হুমকি দেওয়া হচ্ছে। কিন্তু পুলিশ এ ধরনের কোনো তালিকা করেনি।
তালিকার কথা বলে যারা বাণিজ্যে নেমেছে, তাঁদের বিরুদ্ধে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শফিকুল ইসলাম। সোমবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, মডেল ইস্যুতে এই চক্রটি সমাজের বিশিষ্টজনদের কাছে ফোন করে তালিকার তাঁদের নাম থাকার কথা বলে চাঁদা দাবি করছে। সোমবার পর্যন্ত তিনজন বিশিষ্ট ব্যক্তি এই ধরনের চাঁদাবাজির শিকার হওয়ার তথ্য পুলিশকে জানিয়েছে। একজন ব্যবসায়ীর কাছে চাঁদা চেয়ে চিঠিও দেওয়া হয়েছে। চাঁদা না দিলে গণমাধ্যমে তাঁর নাম প্রকাশ করার হুমকি দেওয়া হয়েছে।
এমন ঘটনায় অনেক ব্যবসায়ী আতঙ্কগ্রস্ত উল্লেখ করে তিনি বলেন, মডেল-অভিনেত্রী গ্রেপ্তারের পর ব্যবসায়ীদের মধ্যে এক ধরনের আতঙ্ক ছড়িয়েছে। আমরা চাই না এমন আতঙ্ক ছড়াক। বিনা কারণে কারও সম্মানহানি না ঘটুক। কেউ যাতে মিডিয়া ট্রায়ালের শিকার না হন সে জন্য সকলকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।
অপরাধ না করলে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই উল্লেখ করে তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কিছু আইনে মামলা হয়েছে। সেই মামলাগুলো আইনের মধ্যে থেকে তদন্ত করছে পুলিশ। যদি ব্যবসায়ী কারও কাছে বা সমাজের কোনো নাগরিকের কাছে এমন তালিকার কথা বলে চাঁদা চেয়ে কেউ ফোন করে তাহলে সঙ্গে সঙ্গে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর অনুরোধ করেন তিনি। চাঁদা দাবির ফোনকল, অডিও বা ভিডিও থাকলে তা যেন তদন্তের স্বার্থে সংরক্ষণ করে রাখার পরামর্শ দেন ডিএমপি কমিশনার।
গ্রেপ্তার হওয়া মডেল ও অভিনেত্রীদের সঙ্গে কথিত ভিডিও থাকার কথা বলে ব্যবসায়ীদের ব্ল্যাকমেইল ও চাঁদাবাজি করছে একটি চক্র। পুলিশের তালিকায় তাঁদের নাম আছে বলে চাঁদার জন্য হুমকি দেওয়া হচ্ছে। কিন্তু পুলিশ এ ধরনের কোনো তালিকা করেনি।
তালিকার কথা বলে যারা বাণিজ্যে নেমেছে, তাঁদের বিরুদ্ধে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শফিকুল ইসলাম। সোমবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, মডেল ইস্যুতে এই চক্রটি সমাজের বিশিষ্টজনদের কাছে ফোন করে তালিকার তাঁদের নাম থাকার কথা বলে চাঁদা দাবি করছে। সোমবার পর্যন্ত তিনজন বিশিষ্ট ব্যক্তি এই ধরনের চাঁদাবাজির শিকার হওয়ার তথ্য পুলিশকে জানিয়েছে। একজন ব্যবসায়ীর কাছে চাঁদা চেয়ে চিঠিও দেওয়া হয়েছে। চাঁদা না দিলে গণমাধ্যমে তাঁর নাম প্রকাশ করার হুমকি দেওয়া হয়েছে।
এমন ঘটনায় অনেক ব্যবসায়ী আতঙ্কগ্রস্ত উল্লেখ করে তিনি বলেন, মডেল-অভিনেত্রী গ্রেপ্তারের পর ব্যবসায়ীদের মধ্যে এক ধরনের আতঙ্ক ছড়িয়েছে। আমরা চাই না এমন আতঙ্ক ছড়াক। বিনা কারণে কারও সম্মানহানি না ঘটুক। কেউ যাতে মিডিয়া ট্রায়ালের শিকার না হন সে জন্য সকলকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।
অপরাধ না করলে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই উল্লেখ করে তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কিছু আইনে মামলা হয়েছে। সেই মামলাগুলো আইনের মধ্যে থেকে তদন্ত করছে পুলিশ। যদি ব্যবসায়ী কারও কাছে বা সমাজের কোনো নাগরিকের কাছে এমন তালিকার কথা বলে চাঁদা চেয়ে কেউ ফোন করে তাহলে সঙ্গে সঙ্গে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর অনুরোধ করেন তিনি। চাঁদা দাবির ফোনকল, অডিও বা ভিডিও থাকলে তা যেন তদন্তের স্বার্থে সংরক্ষণ করে রাখার পরামর্শ দেন ডিএমপি কমিশনার।
ফোনে ওই ব্যক্তি নিজেকে সেনাবাহিনীর মেজর সোহেল পরিচয় দিয়ে জানায়, কিছু শারীরিক সমস্যার কারণে তার ভাই বাদ পড়েছে, তবে চাইলে টাকা দিলে চাকরি নিশ্চিত করে দিতে পারবে। এর পর ঢাকার শাহ আলী থানার একটি হোটেলে ভুক্তভোগীর সঙ্গে দেখা করে ওই ভুয়া মেজর সোহেল রানা। সঙ্গে ছিল আরেক প্রতারক তৈয়বুর রহমান, যাকে ভুক্তভোগী
৩ দিন আগেচাঁদাবাজি ও অবৈধ দখলের অভিযোগে সাম্প্রতিক সময়ে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ৫৭ শতাংশের বেশি নতুন মুখ। অর্থাৎ পুলিশের হাতে ধরা পড়া ব্যক্তিদের অর্ধেকের কিছু বেশির বিরুদ্ধে অতীতে এ ধরনের অপরাধের কোনো অভিযোগ ছিল না। পুলিশ কর্তৃপক্ষের দেওয়া হিসাবে এ তথ্য পাওয়া গেছে।
৬ দিন আগেআন্তর্জাতিক মানবপাচার চক্রের হোতা আমিনুল ইসলাম (৪৬) ও তার চার সহযোগীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-২। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে র্যাব-২ ও হাজারীবাগ থানা পুলিশের যৌথ অভিযানে রাজধানীর উত্তরা পশ্চিম থানার ১১ নম্বর সেক্টর থেকে তাদের
১৮ দিন আগেমেয়ে ঘুমাচ্ছিলেন। রাত সাড়ে ৩টার দিকে তাকে ঘুম থেকে তুলে ধর্ষণ করেন বাবা। ৮ বছর আগের ওই ঘটনায় মামলা হয়েছিল। ওই ঘটনার আগেও আসামি একাধিকবার মেয়েকে ধর্ষণ করেন। ফলে মেয়েটি গর্ভবতী হয়ে যায়। ঢাকার কেরানীগঞ্জ মডেল থানা এলাকায় ঘটনাটি ঘটেছিল।
২৫ দিন আগে