মো. ইমরান হোসাইন, কর্ণফুলী (চট্টগ্রাম)
থানায় ধরে আনা হয় অপরাধী। সেখানে পুলিশ সদস্যরা থাকেন, নানা ধরনের মানুষের যাতায়াত থাকে। তবে এই চিত্র দেখা গেল চট্টগ্রামের আনোয়ারার পরৈকোড়া ইউনিয়নের পূর্ব কন্যারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। কারণ সেখানে পুলিশ ফাঁড়ির কার্যক্রম চলছে, আবার একই সঙ্গে বিদ্যালয়ের কার্যক্রমও চলছে।
গত সোমবার দুপুরে সেখানে গিয়ে দেখা গেল, বিদ্যালয়ের ভবনটি তিনতলা। ভবনের নিচতলায় সাইক্লোন শেল্টার। এই তলা খালি পড়ে আছে। দ্বিতীয় তলায় চলছে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম। চারটি কক্ষের মধ্যে একটি অফিস কক্ষ, তিনটি শ্রেণিকক্ষ, ভবনের বারান্দায়ও একটি শ্রেণির ক্লাস নেওয়া হচ্ছে। বিদ্যালয়ের তৃতীয় তলার সব কক্ষ দখল করে আছেন পুলিশ ফাঁড়ির সদস্যরা। বিদ্যালয়ের শিক্ষকেরা জানান, বিদ্যালয়ে ১৫৮ জন শিক্ষার্থী রয়েছে। প্রাক্-প্রাথমিক শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠদানের জন্য চারটি শ্রেণিকক্ষ প্রয়োজন। শিক্ষকদের জন্য একটি কক্ষ, প্রধান শিক্ষকের জন্য একটি কক্ষ ও একটি স্টোররুম প্রয়োজন। কিন্তু বিদ্যালয়ের তৃতীয় তলা পুলিশ ফাঁড়ির দখলে থাকায় দ্বিতীয় তলার চারটি কক্ষে সব কার্যক্রম চালাতে হচ্ছে।
পূর্ব কন্যারা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত। ১৯৯৩ সালে সৌদি আরব সরকারের অনুদানে এই বিদ্যালয়ে তিনতলা ভবনটি নির্মাণ করা হয়, যাতে পাঠদানের পাশাপাশি সেটি সাইক্লোন শেল্টার হিসেবে ব্যবহার করা যায়। তবে ভবন নির্মাণের দুই বছরের মধ্যে অর্থাৎ ১৯৯৫ সালে তৃতীয় তলায় পুলিশ ফাঁড়ির কার্যক্রম শুরু হয়। এরপর বিভিন্ন সময় এ নিয়ে আলোচনা হয়েছে, তবে কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। ফলে ২৮ বছর ধরে বিদ্যালয়ের কক্ষ পুলিশ ফাঁড়ির দখলে।
বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রুমাশ্রী মল্লিক বলেন, ‘পুলিশ অপরাধীদের ধরে আনার সময় খারাপ আচরণ করতে আমরা দেখি, যা দেখে শিশুরা ভয় পায়। এতে বাচ্চাদের মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব পড়ে। এমন পরিবেশে শিক্ষার্থী ও শিক্ষকদের পাঠদানে অংশ নিতে সমস্যা তৈরি হচ্ছে। এ ছাড়া শ্রেণিকক্ষের সংকট থাকায় বারান্দায় ক্লাস নিতে হচ্ছে এবং বিদ্যালয়ের আসবাবগুলো নষ্ট হয়ে যাচ্ছে।’
এ বিষয়ে খানিকটা হতাশা প্রকাশ করলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন। জানালেন, বিদ্যালয়ে পুলিশ ফাঁড়ি থাকায় অনেক মা-বাবাই তাঁদের সন্তানদের এই বিদ্যালয়ে ভর্তি করেন না। জসিম উদ্দিন বলেন, ‘বিদ্যালয় ভবন থেকে পুলিশ ফাঁড়ি সরিয়ে নেওয়ার জন্য আমরা ইতিমধ্যে শিক্ষা অফিসসহ বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছি। এভাবে একই ভবনে পুলিশ ফাঁড়ি ও স্কুলের কার্যক্রম চালানো সম্ভব নয়। কিন্তু আমরা নিরুপায়।’
পঞ্চম শ্রেণির শিক্ষার্থী অন্তিমা ঘোষ বলে, ‘অনেক সময় পুলিশ সদস্যরা তাঁদের খাবারের ময়লা পানিগুলো ওপর থেকে ফেলে। এতে আমাদের স্কুলের পোশাক নষ্ট হয়ে যায়। আমার ছোট ভাই শিশু শ্রেণিতে পড়ে। তাঁদের ভয়ে সে স্কুলে আসে না।’
শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে কথা বলার পর বিদ্যালয় ভবনের তৃতীয় তলার পুলিশ ফাঁড়িতে গেলে দায়িত্বরত পুলিশ সদস্যরা কথা বলতে রাজি হননি এবং ছবি তুলতেও বাধা দেন। তাই তাঁদের কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। পরে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদের সঙ্গে মোবাইল ফোনে কথা হয়। তবে তিনি এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
এ বিষয়ে আনোয়ারা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রঞ্জন ভট্টাচার্য বলেন, ‘বিদ্যালয় ভবনে পুলিশ ফাঁড়ির কার্যক্রম চালানোর কারণে শিশুদের লেখাপড়ার পাশাপাশি মানসিক সমস্যাও হচ্ছে। শিক্ষার্থীরা ভয়ে থাকে, পুলিশ ফাঁড়ি সরিয়ে নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’
থানায় ধরে আনা হয় অপরাধী। সেখানে পুলিশ সদস্যরা থাকেন, নানা ধরনের মানুষের যাতায়াত থাকে। তবে এই চিত্র দেখা গেল চট্টগ্রামের আনোয়ারার পরৈকোড়া ইউনিয়নের পূর্ব কন্যারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। কারণ সেখানে পুলিশ ফাঁড়ির কার্যক্রম চলছে, আবার একই সঙ্গে বিদ্যালয়ের কার্যক্রমও চলছে।
গত সোমবার দুপুরে সেখানে গিয়ে দেখা গেল, বিদ্যালয়ের ভবনটি তিনতলা। ভবনের নিচতলায় সাইক্লোন শেল্টার। এই তলা খালি পড়ে আছে। দ্বিতীয় তলায় চলছে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম। চারটি কক্ষের মধ্যে একটি অফিস কক্ষ, তিনটি শ্রেণিকক্ষ, ভবনের বারান্দায়ও একটি শ্রেণির ক্লাস নেওয়া হচ্ছে। বিদ্যালয়ের তৃতীয় তলার সব কক্ষ দখল করে আছেন পুলিশ ফাঁড়ির সদস্যরা। বিদ্যালয়ের শিক্ষকেরা জানান, বিদ্যালয়ে ১৫৮ জন শিক্ষার্থী রয়েছে। প্রাক্-প্রাথমিক শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠদানের জন্য চারটি শ্রেণিকক্ষ প্রয়োজন। শিক্ষকদের জন্য একটি কক্ষ, প্রধান শিক্ষকের জন্য একটি কক্ষ ও একটি স্টোররুম প্রয়োজন। কিন্তু বিদ্যালয়ের তৃতীয় তলা পুলিশ ফাঁড়ির দখলে থাকায় দ্বিতীয় তলার চারটি কক্ষে সব কার্যক্রম চালাতে হচ্ছে।
পূর্ব কন্যারা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত। ১৯৯৩ সালে সৌদি আরব সরকারের অনুদানে এই বিদ্যালয়ে তিনতলা ভবনটি নির্মাণ করা হয়, যাতে পাঠদানের পাশাপাশি সেটি সাইক্লোন শেল্টার হিসেবে ব্যবহার করা যায়। তবে ভবন নির্মাণের দুই বছরের মধ্যে অর্থাৎ ১৯৯৫ সালে তৃতীয় তলায় পুলিশ ফাঁড়ির কার্যক্রম শুরু হয়। এরপর বিভিন্ন সময় এ নিয়ে আলোচনা হয়েছে, তবে কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। ফলে ২৮ বছর ধরে বিদ্যালয়ের কক্ষ পুলিশ ফাঁড়ির দখলে।
বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রুমাশ্রী মল্লিক বলেন, ‘পুলিশ অপরাধীদের ধরে আনার সময় খারাপ আচরণ করতে আমরা দেখি, যা দেখে শিশুরা ভয় পায়। এতে বাচ্চাদের মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব পড়ে। এমন পরিবেশে শিক্ষার্থী ও শিক্ষকদের পাঠদানে অংশ নিতে সমস্যা তৈরি হচ্ছে। এ ছাড়া শ্রেণিকক্ষের সংকট থাকায় বারান্দায় ক্লাস নিতে হচ্ছে এবং বিদ্যালয়ের আসবাবগুলো নষ্ট হয়ে যাচ্ছে।’
এ বিষয়ে খানিকটা হতাশা প্রকাশ করলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন। জানালেন, বিদ্যালয়ে পুলিশ ফাঁড়ি থাকায় অনেক মা-বাবাই তাঁদের সন্তানদের এই বিদ্যালয়ে ভর্তি করেন না। জসিম উদ্দিন বলেন, ‘বিদ্যালয় ভবন থেকে পুলিশ ফাঁড়ি সরিয়ে নেওয়ার জন্য আমরা ইতিমধ্যে শিক্ষা অফিসসহ বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছি। এভাবে একই ভবনে পুলিশ ফাঁড়ি ও স্কুলের কার্যক্রম চালানো সম্ভব নয়। কিন্তু আমরা নিরুপায়।’
পঞ্চম শ্রেণির শিক্ষার্থী অন্তিমা ঘোষ বলে, ‘অনেক সময় পুলিশ সদস্যরা তাঁদের খাবারের ময়লা পানিগুলো ওপর থেকে ফেলে। এতে আমাদের স্কুলের পোশাক নষ্ট হয়ে যায়। আমার ছোট ভাই শিশু শ্রেণিতে পড়ে। তাঁদের ভয়ে সে স্কুলে আসে না।’
শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে কথা বলার পর বিদ্যালয় ভবনের তৃতীয় তলার পুলিশ ফাঁড়িতে গেলে দায়িত্বরত পুলিশ সদস্যরা কথা বলতে রাজি হননি এবং ছবি তুলতেও বাধা দেন। তাই তাঁদের কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। পরে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদের সঙ্গে মোবাইল ফোনে কথা হয়। তবে তিনি এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
এ বিষয়ে আনোয়ারা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রঞ্জন ভট্টাচার্য বলেন, ‘বিদ্যালয় ভবনে পুলিশ ফাঁড়ির কার্যক্রম চালানোর কারণে শিশুদের লেখাপড়ার পাশাপাশি মানসিক সমস্যাও হচ্ছে। শিক্ষার্থীরা ভয়ে থাকে, পুলিশ ফাঁড়ি সরিয়ে নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’
ফোনে ওই ব্যক্তি নিজেকে সেনাবাহিনীর মেজর সোহেল পরিচয় দিয়ে জানায়, কিছু শারীরিক সমস্যার কারণে তার ভাই বাদ পড়েছে, তবে চাইলে টাকা দিলে চাকরি নিশ্চিত করে দিতে পারবে। এর পর ঢাকার শাহ আলী থানার একটি হোটেলে ভুক্তভোগীর সঙ্গে দেখা করে ওই ভুয়া মেজর সোহেল রানা। সঙ্গে ছিল আরেক প্রতারক তৈয়বুর রহমান, যাকে ভুক্তভোগী
৩ দিন আগেচাঁদাবাজি ও অবৈধ দখলের অভিযোগে সাম্প্রতিক সময়ে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ৫৭ শতাংশের বেশি নতুন মুখ। অর্থাৎ পুলিশের হাতে ধরা পড়া ব্যক্তিদের অর্ধেকের কিছু বেশির বিরুদ্ধে অতীতে এ ধরনের অপরাধের কোনো অভিযোগ ছিল না। পুলিশ কর্তৃপক্ষের দেওয়া হিসাবে এ তথ্য পাওয়া গেছে।
৬ দিন আগেআন্তর্জাতিক মানবপাচার চক্রের হোতা আমিনুল ইসলাম (৪৬) ও তার চার সহযোগীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-২। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে র্যাব-২ ও হাজারীবাগ থানা পুলিশের যৌথ অভিযানে রাজধানীর উত্তরা পশ্চিম থানার ১১ নম্বর সেক্টর থেকে তাদের
১৮ দিন আগেমেয়ে ঘুমাচ্ছিলেন। রাত সাড়ে ৩টার দিকে তাকে ঘুম থেকে তুলে ধর্ষণ করেন বাবা। ৮ বছর আগের ওই ঘটনায় মামলা হয়েছিল। ওই ঘটনার আগেও আসামি একাধিকবার মেয়েকে ধর্ষণ করেন। ফলে মেয়েটি গর্ভবতী হয়ে যায়। ঢাকার কেরানীগঞ্জ মডেল থানা এলাকায় ঘটনাটি ঘটেছিল।
২৫ দিন আগে